কার্যালয় থেকে গ্রেপ্তার হলেন আনোয়ারার ইউপি চেয়ারম্যান
Published: 14th, January 2025 GMT
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুল ইসলাম চৌধুরী (৭৬) একজন বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি ২০২২ সালে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে পশ্চিম বরুমচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন শামসুল ইসলাম। বেলা পৌনে একটার সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই সময় পরিষদে ইউপি সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
চার বছর আগে ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন শামসুল ইসলাম। গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় মামলাটি করেন তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় চরমপন্থি নেতা শাহীনকে গুলি করে হত্যা
খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। সে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ ৩টি মামলার আসামি।
খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।’
তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজীবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।