কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি ও কবি তারিক মেহেরকে সম্পাদক করে জাতীয় কবিতা পরিষদ, জামালপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জামালপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স কক্ষে কবি মাহবুব বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি শেখ ফজল ও রজব বকশি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম ও মিনহাজ উদ্দিন শপথ, অর্থ সম্পাদক আব্দুল হাই আলহাদী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসেন মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সহ-প্রকাশনা সম্পাদক হৃদয় লোহানী, প্রচার সম্পাদক রাজন্য রুহানি, সহ-প্রচার সম্পাদক এরশাদ জাহান, এছাড়া জয়শ্রী ঘোষ, রুবেল প্রাকৃতজন, তারিকুল ফেরদৌস, জুনায়েদ খালিদ, শাহেদা ফেরদৌসী,  প্রতিমা ধর, মোহাম্মদ তোফায়েল হোসেন ও আবু সায়েম মো.

সাদত উল করিম কার্য নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরো পড়ুন:

নোবেলজয়ী লেখক হান ক্যাং এর সাহিত্য নিয়ে কালির বৈঠক

বাংলা একাডেমি: ৬ সাহিত্য পুরস্কার ও ৭ ফেলোশিপ ঘোষণা

এছাড়া উপদেষ্টা হিসেবে ফাররোখ আহমেদ, মাহবুব বারী, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, আলী জহির, কায়েদ-উয-জামান, মাসুম মোকাররম ও জাহাঙ্গীর সেলিম নির্বাচিত হয়েছেন।

বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু ও অনন্যা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহ খায়রুল বাশার, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, বিপ্লব সরকার প্রমুখ।

পরে কবিতা পরিষদ প্রকাশিত জেলার সাহিত্য-সংস্কৃতির তথ্যভিত্তিক বুলেটিন-১ এর মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। এছাড়া কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী সম্পাদিত ও আরিফুর রহমান প্রকাশিত কবিতার ভাঁজপত্র ‘বর্ণভূমি' বিতরণ করা হয়।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফুল ইসলাম আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি নওগাঁর একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম বকুল নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ দোকানে কাজ শেষে মোটরসাইকেলে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ