সাতক্ষীরা সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আমিরুল ইসলামকে (২৩) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

নিহত নারীর নাম মোছা. খাদিজা খাতুন (১৯)। তিনি সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে এবং মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। আটক আমিরুল একই গ্রামের এলাই বক্সের ছেলে।

নিহত খাদিজার স্বজন ও নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম বলেন, মাত্র তিন মাস আগে আমিরুলের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা আনতে খাদিজাকে চাপ দেন। কিন্তু খাদিজা বাবার বাড়ি থেকে টাকা আনতে আপত্তি জানালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল। এ ঘটনার জেরে আজ ভোরে তাঁকে লাঠি দিয়ে পেটান আমিরুল।

মনিরুল ইসলাম অভিযোগ করেন, মারধরের এক পর্যায়ে খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করেন আমিরুল। ঘটনার পর সকালে বাড়িতে আসবাব ভাঙচুর করতে থাকেন। তখন প্রতিবেশীসহ স্থানীয় লোকজন বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে আমিরুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযুক্ত আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত খাদিজার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।

এদিন দুপুর থেকে ছাত্র-জনতার ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউতে। তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আর কিছু সময় পরই দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। তরুণদের নতুন এই দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’। যার ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

আরো পড়ুন:

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

সারা দেশ থেকে আসবে এনসিপির ব্যানার, মিলবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে দলের শীর্ষস্থানীয় ১০ জনের নাম পাওয়া গেছে। নাসিরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয় বিএনপির শীর্ষ নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ