ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারা (বিএসএফ) আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না, পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এলাকার নানা সমস্যা বিশেষ করে আইনশৃঙ্খলা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে অন্য উপদেষ্টাদের অবহিত করা হবে।

বোরো মৌসুমে সারের সংকট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সারের কোনো সংকট নেই। যদি কেউ সারের কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করে, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভাগীয় প্রশাসনকে বলব, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। যেসব ডিলার এসবের সঙ্গে জড়িত হবেন, আগামী মাস থেকে তাঁদের ডিলারশিপও চলে যাবে। কোনো অবস্থাতেই তাঁদের ছাড় দেওয়া হবে না। কৃষকদের আশ্বস্ত করতে চাই, তাঁরা হচ্ছেন দেশের প্রাণ, তাঁরা অবশ্যই সার পাবেন এবং ন্যায্য মূল্যেই পাবেন।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদেশি মিডিয়াগুলো অনেক উল্টাপাল্টা খবর দিত। কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া অপপ্রচার করতে পারছে না।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপরাধ দমনে সিসিটিভির আওতায় চাষাড়া

"গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ" এর আওতায় চাষাড়াস্থ বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার  (৩ এপ্রিল) দুপু‌রে শহ‌রের প্রাণ‌কেন্দ্র চাষাঢ়া‌ বিজয় স্ত‌ম্ভে ফিতা কে‌টে সিসিটিভি স্থাপন কর্মসূচি  উদ্বোধন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা। বি‌শেষ অ‌তি‌থি পু‌লিশ সুপার প্রত‌্যূষ কুমার মজুমদার। কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।  

 

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  নিলুফা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক),  মো. আলমগীর হুসাইন,  অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,  আমরা   চাষাঢা  গোল চত্বর  শহরটিকে নিরাপত্তার চাদরে আবৃত করার চেষ্টা করছি। এক্ষেত্রে চাষাড়া গোল চত্বর  শহীদ মিনার থেকে শহরের নূর মসজিদ,  মিশন পাড়া এবং আর্মি মার্কেট পর্যন্ত সিসিটিভির আওতায় আনা হয়েছে।  ধীরে ধীরে পুরো শহরকে নারায়ণগঞ্জে সিসিটিভি আওতায় আনা হবে। 

তিনি বলেন, আপনারা জানেন যে আমরা নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন সিটি বিনির্মাণ কাজ করে যাচ্ছি।  আজকের এই সিসিটিভি স্থাপন কর্মসূচি ওই  উদ্যোগের একটি অংশ।

তিনি বলেন , জাতীয় দিবস থেকে শুরু করে  আন্তর্জাতিকসহ বাণিজ্যিক বিভিন্ন অনুষ্ঠান শহীদ মিনারসহ বিভিন্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে থাকে।  তাই মূল শহরটি সিসিটিভির আওতায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন,সিসিটিভি আওতায় থাকলে আইনশৃঙ্খলা সহ নানা পরিস্থিতি নজরদারিতে অত্যন্ত সুবিধা জনক হয়,  এতে করে কেউ কোনো ঘটনা ঘটিয়ে চলে গেলেও সিসিটিভির নজরদারির মাধ্যমে তাদেরকে সনাক্ত করা সম্ভব হবে। 

স্থানীয়রা জানান,  নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসক এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত নিবন্ধ

  • অপরাধ দমনে সিসিটিভির আওতায় চাষাড়া
  • বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত
  • ‘পাহাড়ে কাউকে চাঁদাবাজি-অস্ত্রবাজি করতে দেওয়া হবে না’
  • কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত
  • শেরপুরের ‘গজনী অবকাশ কেন্দ্রে’ পর্যটকের ভিড় বেড়েছে
  • কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত
  • এ সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, সম্ভাবনাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, কোনো সম্ভাবনাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নরসিংদীতে ঈদের দিন ২ ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা