সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
Published: 14th, January 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলামকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মো.
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রাবলিক প্রসিকিউটর মো. হাদিউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার জন্য যায়। পরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রিজের পাশে রিকশার জন্য অপেক্ষা করে।
এ সময় আসামিরা ৩টি মোটরসাইকেল যোগে এসে আশরাফুল ইসলামকে পিস্তল ঠেকিয়ে ও কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে.এম রাকিবুল হুদা আসামিদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
ঢাকা/অদিত্য/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।