পড়ে গেলেও ভাঙে না এই স্মার্টফোন
Published: 14th, January 2025 GMT
অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে ড্রপ প্রটেকশন সুবিধার নতুন স্মার্টফোন বাজারে এনেছে রিয়েলমি। নোট ৬০এক্স মডেলের ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাইকাস্ট অ্যালুমিনিয়াম কাঠামোর ফ্রেম এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না, এমনকি দাগও পড়ে না। ড্রপ প্রটেকশনের পাশাপাশি নোট ৬০এক্স মডেলের ফোনটিতে পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধাও রয়েছে। এর ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। শুধু তা–ই নয়, আই কমফোর্ট মোড ব্যবহারের সুযোগ থাকায় ফোনটি একটানা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
আরও পড়ুনস্মার্টফোনে গুগলের থেফট প্রটেকশন লক সুবিধা চালু করবেন যেভাবে১০ জানুয়ারি ২০২৫৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোনটিতে ইউনিসকের অক্টাকোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম রয়েছে, যা ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে পেছনে রয়েছে ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুনস্মার্টফোন চুরি হলেও ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন যেভাবে২৪ ডিসেম্বর ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তুরস্কে ৬.২ মাত্রার ভূমিকম্প
তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার ইস্তাম্বুলে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের সঙ্গে আতঙ্কে ইস্তাম্বুলে ভবন থেকে লাফিয়ে পড়ে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে অনেক মানুষ পার্কে জড়ো হয়েছিল এবং অনেকে দরজায় বসেছিল, অথবা ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল।
ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার পর মোট ১৫১ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
কার্যালয় আরো জানিয়েছে, ইস্তাম্বুলের মধ্যভাগে একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছে, তবে সেখানে কেউ আহত হয়নি, বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশিয়ান উপকূলে অবস্থিত ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার শহরে জ্বালানি বা জলের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। কিছু দোকান বন্ধ রয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৫৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭ হাজার জনেরও বেশি আহত হয়েছিল।
ঢাকা/শাহেদ