১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত!
Published: 14th, January 2025 GMT
বর্ডার-গাভাস্কার সিরিজটি ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা। যেটি তার কেটেছে দুঃস্বপ্নের মতো। যেখানে তিনি তিন টেস্ট খেলে রান করেছিলেন মাত্র ৩১টি। সিরিজ শেষে অনেকেই রোহিত ও বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন রঞ্জি ট্রফিতে খেলতে।
এবার সেই পথেই কি হাঁটছেন রোহিত? ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইর রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলন করতে চেয়েছেন ভারতের অধিনায়ক। যাতে করে তিনি তার টেস্টের ফর্ম ফিরে পান।
এ বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, ‘‘মুম্বাইর রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে আগ্রহ প্রকাশ করেছেন রোহিত। তিনি এ বিষয়ে প্রধান কোচ ওমকার সালাভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচের জন্য কবে থেকে তারা অনুশীলন শুরু করবে। পরের ম্যাচ শুরু হতে এখনও দশদিন বাকি।’’
আরো পড়ুন:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫
বাভুমার নেতৃত্বে দ.
পিএসএলে দল পেলেন রিশাদও
আগামী ২৩ জানুয়ারি রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড শুরু হবে। সেক্ষেত্রে আজ মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে মুম্বাই। আর মুম্বাইর অনুশীলনে দেখা যেতে পারে রোহিতকে।
অবশ্য ২০১৫ সালের পর রোহিতকে আর রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি। দশ বছর পর রোহিত কি তাহলে রঞ্জি ট্রফিতে খেলবেন? অবশ্য মুম্বাইর হাতে যথেষ্ট সময় আছে পরবর্তী ম্যাচগুলোর জন্য দল নির্বাচন করার। এখন দেখার বিষয় রোহিত সেই দলে থাকেন কিনা।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।