জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিল বিভাগে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল এ আশা প্রকাশ করেন।

তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাজানো কোর্ট খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। আশা করছি, আগামীকাল (বুধবার) আপিল বিভাগে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন।”

আজ এ মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ড.

সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ।

২০০৯ সালের গত ৫ অগাস্ট খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে মোমিনুর রহমান, সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী ও সরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

একই বছরের ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

ঢাকা/মামুন/ইভা

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়নি অস্কারজয়ী অভিনেতার

অস্কারজয়ী অভিনেতা, পরিচালক, প্রযোজক ও নির্মাতা জর্জ ক্লুনি। ব্যক্তিগত জীবনে আইনজীবী অমল ক্লুনির সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবনে এক দশক পার করছেন এই জুটি।

কয়েক দিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই জুটি দাবি করেছেন— “বৈবাহিক জীবনে তাদের কখনো ঝগড়া হয়নি।”    

৬৩ বছর বয়সি জর্জ ক্লুনি বলেন, “এই অবিশ্বাস্য নারীর সঙ্গে দেখা করতে পেরে নিজেকে অসাধারণ ভাগ্যবান মনে করি। এমন কোনো দিন নেই, যেদিন নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি না। সত্যি এটি দারুণ।”

আরো পড়ুন:

বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা

‘ব্যাটম্যান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন

ক্লুনির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে ৪৭ বছরের অমল ক্লুনি বলেন, “গত ১০ বছরে আমার আর ক্লুনির ঝগড়া হয়নি, এ কথা শোনার পর আমার পরিবার এবং বন্ধুরা খুবই অবাক হন। অবশ্য, এ খবরটি আমাদের কিছু বন্ধুকে বিরক্ত করে।”

একটি উদাহরণ টেনে অমল ক্লুনি বলেন, “আমার এক চাচাতো ভাই আছে, তার সঙ্গে যখনই দেখা হয় তখনই তার প্রশ্ন— ‘তোমাদের কি এখনো ঝগড়া হয়নি?”

সঠিক মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন অমল। পাশাপাশি দাম্পত্য জীবনে সুখী হতে পরামর্শ দিয়ে বলেন, “জীবনে সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়া ৯৯ শতাংশই ভাগ্যের ব্যাপার। আমার মনে হয়, আমরা যা করব তা হলো— নিন্দা না করা, খোলামেলা থাকা।”

জর্জ ক্লুনি ১৯৮৯ সালে মার্কিন অভিনেত্রী তালিয়া বালসামের সঙ্গে ঘর বাঁধেন। ১৯৯৩ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। এরপর আইনজীবী অমলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জর্জ ক্লুনি। ২০১৪ সালে ইতালির ভেনিসে বিয়ে করেন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে জমজ দুই সন্তান—আলেকজান্ডার ও এলা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ আগস্ট সংসদের বিশেষ কক্ষে স্পিকারসহ ১২ জন অবস্থান করতে বাধ্য হই, আদালতে বললেন পলক
  • মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জ গঠন, ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য
  • মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ছিল: অধ্যাপক ইউনূসসহ ৭ আপিলকারীর আইনজীবী
  • অধ্যাপক ইউনূসসহ সাতজনের আপিল মঞ্জুর, দুদকের মামলা বাতিল
  • হত্যার ৩২ বছর পর রায়, ১ জনের যাবজ্জীবন
  • তদন্তে ‘অগ্রগতি’র কথা জানিয়ে সময় চাইল রাষ্ট্রপক্ষ
  • স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়নি অস্কারজয়ী অভিনেতার
  • আবাহনী-কিংসের শিরোপা লড়াই আজ
  • ‘২০১৮’ ফেরাতে চায় জিম্বাবুয়ে
  • ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশে মাসাকাদজার পছন্দ ‘বাটার চিকেন’