ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যে ছবিগুলো দেখা যাবে
Published: 14th, January 2025 GMT
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের চতুর্থ দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় রয়েছে ‘মাম্মালিয়া’। জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়ার প্রযোজনায় ৮৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন সেবাস্তিয়ান মিহাইলেস্কু। দুপুর ১টায় রয়েছে চীনের ‘ব্যাক টু লাভ’। ১০২ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন হংচাং। বেলা ৩টায় থাকছে ইরাকের ‘দ্য লাস্ট পোস্টম্যান’। ৮৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন সাদ আলেসামি। বিকেল ৫টায় থাকছে কাজাখস্তানের সিনেমা ‘দ্য ল্যান্ড ওয়ার ওয়াইন্ড স্টুড স্টিল’। ১০৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন আরদাক আমিরকুলভ। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘শরতের জবা’। ১২৩ মিনিটের সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেত্রী কুসুম সিকদার।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন সকাল সাড়ে ১০টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। ১২৭ মিনিটের এ শিশুতোষ সিনেমাটি বানিয়েছেন লুবনা শারমীন। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘প্রগুলাকা’। ১১ মিনিটের এ সিনেমার নির্মাতা ভারভারা আলেশকেভিচ। এরপর থাকছে ‘লস মসকিউটো’। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন নিকোল চি। এরপর থাকছে আর্জেন্টিনার ‘নুয়েস্ট্রা সোমব্রা’। ২০ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন আগুস্টিনা সানচেজ গ্যাভিয়ের। এরপর থাকছে জার্মানির সিনেমা ‘স্কারলেট’। ২৫ মিনিটের এ সিনেমার পরিচালক মারিয়া বোবেভা এবং মেস্কিকোর ‘বুলগেরিয়া লা সোলেদাদ’। ২৯ মিনিটের এ সিনেমার নির্মাতা মারিয়া কনচিটা দিয়াজ। বেলা ৩টায় থাকছে গ্রিসের ‘৪০০ ক্যাসেটস’। ১৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন থেলিয়া পেট্রাকি। এরপর প্রদর্শিত হবে রাশিয়ার সিনেমা ‘প্রিসেলেক’ ছবির ইংরেজি নাম ‘দ্য এলিয়েন’। ৭৪ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন ইভান সোসনিন। বিকেল ৫টায় দেখানো হবে মালয়েশিয়ার ‘ইন্দিরা’। ১০৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন উ মিং জিন। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের প্রযোজনায় নির্মিত ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’। ৫২ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জামিল্লাহ ফন দার হুলস্ট।
জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি সকাল সাড়ে ১০টায় দেখানো হবে চীনের ‘নি হাও, লি হুয়ানিং’। ছবির ইংরেজি নাম ‘হাই মম’। ১২৮ মিনিটের এ সিনেমার পরিচালক জিয়া লিং। দুপুর ১টায় প্রদর্শিত হবে ‘মাম্মালিয়া’। জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়ার প্রযোজনায় ৮৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন সেবাস্তিয়ান মিহাইলেস্কু। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে চীনের ‘চেং চুয়ান এর কু’। ছবির ইংরেজি নাম ‘গন উইথ দ্য বোট’। ১০০ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন চেন জিয়াওয়ু। বেলা সাড়ে ৫টায় থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফাউল’, ‘লস্ট আওয়ার’, ‘ফরগেট মি নট’, ‘অস্পৃশ্য’, ‘রোশার কুটুম’, ‘চোরা পথের শেষে’, ‘ইন বিসফুল হেল’, ‘দ্য টেস্ট অব হানি’, ‘গাল্লি কথন’ এবং ‘দ্য মোমেন্ট উই ওন টু’।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা সকাল সাড়ে ১০টায় থাকছে কিরগিজস্তানের ‘কাচকিন’। ১০০ মিনিটের এ সিনেমার পরিচালক দাস্তান ঝাপার রিস্কেলদি। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে উজবেকিস্তানের ‘যক্ষনবা’ ছবির ইংরেজি নাম ‘সানডে’। ৯৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন শোকির খুলিকভ। বিকেল সাড়ে ৪টায় থাকছে চীনের ‘ম্যান কিয়ান বাও দি’। ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হাওফেং জু, জুনফেং জু।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চলন্ত গাড়ি থামিয়ে নারী শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ, অভিযোগ শুনে কান্নায় ভেঙে পড়লেন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা একজন নারী শিক্ষককে চলন্ত গাড়ি থামিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই বছর আগে তাঁর একজন কিশোর ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন।
গত ১৬ মার্চ ক্রিস্টিনা ফরমেলাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি ইউটিউবে একটি চ্যানেলে তাঁকে গ্রেপ্তারের সময় অভিযোগ শুনে তিনি তাৎক্ষণিক কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তার ভিডিও প্রকাশ করা হয়েছে।
রাজ্যের ডাউনার্স গ্রোভ সাউথ হাইস্কুলের বিশেষ শিক্ষার (স্পেশাল এডুকেশন) একজন শিক্ষক ফরমেলা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুই বছর আগে ১৫ বছরের এক কিশোরকে লেখাপড়া করানো এবং তার ফুটবল কোচ হিসেবে কাজ করার সময় ওই ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন তিনি।
পুলিশ বলেছে, ফরমেলা ও ওই কিশোর পরস্পরের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে বার্তা আদান–প্রদান করেছেন। সে মেসেজে যৌনতা নিয়েও নানা কথা আছে।
বেশ কিছুদিন আগে ওই কিশোরের মা নতুন একটি ফোন কিনে সেটি ছেলের জন্য ঠিকঠাক (সেটিংস) করে দিতে গিয়ে ওই মেসেজগুলো খুঁজে পান। এরপর তিনি ছেলের কাছে কী ঘটেছে, তা জানতে চান। ছেলে মায়ের কাছে ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্কের কথা খুলে বলে এবং জানায়, সে পরে ওই সম্পর্কের ইতি টেনেছে।
মায়ের উৎসাহে ছেলেটি পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ করে, যার ভিত্তিতে শিকাগো থেকে পুলিশ ফরমেলাকে গ্রেপ্তার করে। সে সময় স্বামীর সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন এই শিক্ষক। পুলিশ যখন তাঁকে গাড়ি থেকে নেমে আসতে বলে, তখন ফরমেলাকে দ্বিধান্বিত দেখাচ্ছিল।
পুলিশের বডি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়েছে।
পুলিশ ফরমেলার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে জরুরি জিনিসপত্র সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যেতে বলে।
ফরমেলার স্বামীকে তখন গাড়িতে বসেই পুলিশকে প্রশ্ন করতে দেখা যায়, ‘সে কি কোথাও যাচ্ছে?’ উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, আমরা আপনাকে সবকিছুর ব্যাখ্যা দিতে চলেছি।’ ফরমেলাকে পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ স্টেশনে নেওয়া হবে।
ফরমেলা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। দেখে মনে হচ্ছিল, তিনি বমি করে দেবেন।
পুলিশের গাড়িতে বসে ওই শিক্ষক বলেন, ‘আমার খুবই ভয় লাগছে। আমার স্বামী কি সঙ্গে আসবেন? আমি কি বিপদে আছি? আমার খুবই হতাশ লাগছে।’
পুলিশি জিজ্ঞাসাবাদে এই নারী বলেন, অভিযোগকারী তাঁকে ‘ব্ল্যাকমেল’ করছেন। তিনি দেখতে সুন্দর বলেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জোর দাবি করেন তিনি।
পুলিশ ফরমেলাকে আদালতে হাজির করেছে। আদালতের নথি অনুযায়ী ঘটনার বর্ণনায় ফরমেলা বলেছেন, ‘একদিন ওই কিশোর তাঁর ফোন হাতে পেয়ে যায়, পাসকোড দিয়ে সেটি খুলে ফেলে এবং তাঁর ফোন থেকে নিজের ফোনে একটি বার্তা পাঠায়। এরপর তাঁর ফোন থেকে ওই বার্তা মুছে দেয়। কিন্তু তাঁকে ব্ল্যাকমেল করার জন্য নিজের ফোনে ওই বার্তা রেখে দেয়।’
ওই শিক্ষক দাবি করেন, তিনি দেখতে সুন্দর। তাই সবাই তাঁর পেছনে লাগে।
ওই নারী শিক্ষকের বিরুদ্ধে দুটি গুরুতর অপরাধমূলক যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছেন, ফরমেলা স্কুল প্রাঙ্গণে যেতে পারবেন না এবং ১৮ বছরের কম বয়সী কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। তাঁকে চাকরি থেকে সবেতনে ছুটিতে পাঠানো হয়েছে।