ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যে ছবিগুলো দেখা যাবে
Published: 14th, January 2025 GMT
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের চতুর্থ দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় রয়েছে ‘মাম্মালিয়া’। জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়ার প্রযোজনায় ৮৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন সেবাস্তিয়ান মিহাইলেস্কু। দুপুর ১টায় রয়েছে চীনের ‘ব্যাক টু লাভ’। ১০২ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন হংচাং। বেলা ৩টায় থাকছে ইরাকের ‘দ্য লাস্ট পোস্টম্যান’। ৮৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন সাদ আলেসামি। বিকেল ৫টায় থাকছে কাজাখস্তানের সিনেমা ‘দ্য ল্যান্ড ওয়ার ওয়াইন্ড স্টুড স্টিল’। ১০৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন আরদাক আমিরকুলভ। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘শরতের জবা’। ১২৩ মিনিটের সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেত্রী কুসুম সিকদার।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন সকাল সাড়ে ১০টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। ১২৭ মিনিটের এ শিশুতোষ সিনেমাটি বানিয়েছেন লুবনা শারমীন। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘প্রগুলাকা’। ১১ মিনিটের এ সিনেমার নির্মাতা ভারভারা আলেশকেভিচ। এরপর থাকছে ‘লস মসকিউটো’। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন নিকোল চি। এরপর থাকছে আর্জেন্টিনার ‘নুয়েস্ট্রা সোমব্রা’। ২০ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন আগুস্টিনা সানচেজ গ্যাভিয়ের। এরপর থাকছে জার্মানির সিনেমা ‘স্কারলেট’। ২৫ মিনিটের এ সিনেমার পরিচালক মারিয়া বোবেভা এবং মেস্কিকোর ‘বুলগেরিয়া লা সোলেদাদ’। ২৯ মিনিটের এ সিনেমার নির্মাতা মারিয়া কনচিটা দিয়াজ। বেলা ৩টায় থাকছে গ্রিসের ‘৪০০ ক্যাসেটস’। ১৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন থেলিয়া পেট্রাকি। এরপর প্রদর্শিত হবে রাশিয়ার সিনেমা ‘প্রিসেলেক’ ছবির ইংরেজি নাম ‘দ্য এলিয়েন’। ৭৪ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন ইভান সোসনিন। বিকেল ৫টায় দেখানো হবে মালয়েশিয়ার ‘ইন্দিরা’। ১০৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন উ মিং জিন। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের প্রযোজনায় নির্মিত ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’। ৫২ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জামিল্লাহ ফন দার হুলস্ট।
জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি সকাল সাড়ে ১০টায় দেখানো হবে চীনের ‘নি হাও, লি হুয়ানিং’। ছবির ইংরেজি নাম ‘হাই মম’। ১২৮ মিনিটের এ সিনেমার পরিচালক জিয়া লিং। দুপুর ১টায় প্রদর্শিত হবে ‘মাম্মালিয়া’। জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়ার প্রযোজনায় ৮৯ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন সেবাস্তিয়ান মিহাইলেস্কু। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে চীনের ‘চেং চুয়ান এর কু’। ছবির ইংরেজি নাম ‘গন উইথ দ্য বোট’। ১০০ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন চেন জিয়াওয়ু। বেলা সাড়ে ৫টায় থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফাউল’, ‘লস্ট আওয়ার’, ‘ফরগেট মি নট’, ‘অস্পৃশ্য’, ‘রোশার কুটুম’, ‘চোরা পথের শেষে’, ‘ইন বিসফুল হেল’, ‘দ্য টেস্ট অব হানি’, ‘গাল্লি কথন’ এবং ‘দ্য মোমেন্ট উই ওন টু’।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা সকাল সাড়ে ১০টায় থাকছে কিরগিজস্তানের ‘কাচকিন’। ১০০ মিনিটের এ সিনেমার পরিচালক দাস্তান ঝাপার রিস্কেলদি। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে উজবেকিস্তানের ‘যক্ষনবা’ ছবির ইংরেজি নাম ‘সানডে’। ৯৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন শোকির খুলিকভ। বিকেল সাড়ে ৪টায় থাকছে চীনের ‘ম্যান কিয়ান বাও দি’। ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হাওফেং জু, জুনফেং জু।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ও সাংস্কৃতিক উৎসব
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়সহ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।
শনিবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে ক্যারিয়ার ও উচ্চ শিক্ষাবিষয়ক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভর্তি মেলা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ক্যারিয়ার স্পেশালিস্ট ড. আহসান হাবীব ইমরোজ। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গ্র্যাজুয়েট বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইন বিভাগের গ্র্যাজুয়েট এস এম তাসমিরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে গ্রিন টেলিভিশনের ব্রডকাস্ট অপারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যানেজার এবং ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও মোহনা টেলিভিশনের কনসালট্যান্ট কাজী হাসানুজ্জামান, ফার্মেসি বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলিমুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট সোহরাব মাহাদী, ইইই বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের ডোমেইন অফিসার আজিজুল হক রিফাত, ইংরেজি বিভাগের গ্র্যাজুয়েট ও ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক রাজিয়া সুলতানা তানিয়া প্রমুখ।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলা চলাকালে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে, তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। গরিব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
প্রোগ্রামসমূহ : বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবংএমএ ইন ইংলিশ (ইভেনিং)।
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ঢাকা/রফিক