গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?
Published: 14th, January 2025 GMT
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের পরনে শাড়ি। ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আর অঝোরে কাঁদছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একাধিক ছবিতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নেহা কাক্করের এই ছবি। ছড়িয়ে পড়া ছবির ক্যাপশনে বলা হয়েছে— “নেহা কাক্করের ক্যারিয়ারের করুণ সমাপ্তি! খবরটি সমস্ত ভারতীয় মানুষের কাছে বড় একটি ধাক্কা।” পাশাপাশি জানানো হয়, একটি ট্রেডিং কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নেহা কাক্করকে।
বিষয়টি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। নেটিজেনদের অনেকে এই খবরে হতবাক হয়েছেন। অনেক তার গ্রেপ্তারের খবর ও ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ভাইরাল ছবি ও খবরের সত্যতা কী?
আরো পড়ুন:
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক
রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন পরেশ রাওয়াল!
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, নেহা কাক্করের গ্রেপ্তারের খবরটি সত্য নয়। আর যে ছবিটি ভাইরাল হয়েছে তা-ও কৃত্রিমভাবে বানানো। মূলত, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আরেকজন নারীকে গ্রেপ্তারের ছবি সম্পাদনা করে নেহার মুখ বসানো হয়েছে।
নেহার গ্রেপ্তারের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো নীরবতা ভাঙেননি এই শিল্পী কিংবা তার টিম।
গত বছর ভারতের একঝাঁক তারকার ডিপফেক ভিডিওর শিকার হন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকা অভিনেত্রীদের অশ্লীল ভিডিও বানিয়ে অন্তর্জালে ছেড়ে দেওয়া হয়। এ তালিকায় রয়েছেন— আলিয়া ভাট, রাশ্মিকা মান্দানা, সানি লিওন, আনুশকা শেঠি প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন
গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি তার। তিনি হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের সহ-প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। খবরটি জানিয়েছে পিপল ম্যাগাজিন।
তিনি একজন সফল গীতিকারও ছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন।
স্টোনের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
তার মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’
তিনি অভিনেত্রীও বটে। চলচ্চিত্র এবং টিভিতেও কাজ করেছিলেন। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিলো। এই সংগীতশিল্পী ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলো।
স্টোনের জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তাঁর সংগীতজীবন শুরু হয়। বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সাথে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।