২ মাস ২০ দিন পর দ্বিতীয়বারের মতো মেয়েটির বাসায় যাওয়া হলো। প্রথমবার ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আবহাওয়ার মতোই মন ভারী ছিল মেয়েটির। পড়াশোনার খরচ কীভাবে চলবে, কীভাবে নিজেরা চলবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। আর দ্বিতীয়বার সেই বাড়িতে গিয়ে মেয়েটিকে দেখা গেল ভিন্নভাবে। তাঁর মধ্যে আজ ‘কিছু একটা হওয়ার’ আত্মবিশ্বাস বেড়েছে। মেয়েটির নাম তানজিলা আক্তার শিলা (২১)। ১১ বছর বয়সে আগুনে তাঁর সারা শরীর পুড়ে যায়। ডান পা কেটে ফেলতে হয়। তাঁকে নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর তাঁর জীবিকার ব্যবস্থা হয়েছে। পড়ালেখা অব্যাহত রাখার জন্য তিনি পেয়েছেন প্রথম আলো ট্রাস্টের চার বছরের শিক্ষাবৃত্তি।

রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে তানজিলা এবার জিপিএ-৪ পেয়ে বাণিজ্য বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তানজিলার সঙ্গে প্রথম দেখা হয়েছিল গত বছরের ৮ অক্টোবর নারী অ্যাম্পুটি ফুটবলের ক্যাম্পে। যৌথভাবে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) অঙ্গহানি হয়েছে, এমন নারী-পুরুষদের জন্য পাঁচ দিনব্যাপী ওই ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছিল।

রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে তানজিলা এবার জিপিএ-৪ পেয়ে বাণিজ্য বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তানজিলার সঙ্গে প্রথম দেখা হয়েছিল গত বছরের ৮ অক্টোবর নারী অ্যাম্পুটি ফুটবলের ক্যাম্পে। যৌথভাবে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) অঙ্গহানি হয়েছে, এমন নারী-পুরুষদের জন্য পাঁচ দিনব্যাপী ওই ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছিল।

খেলাধুলার প্রতি ভালোবাসা ও অনটনের মধ্যে লড়াই করে পড়ালেখা চালিয়ে যাওয়া তানজিলার গল্প আরও গভীরভাবে শোনার জন্য প্রথমবার তাঁদের বাসায় যাওয়া হয়েছিল গত বছরের ১৮ অক্টোবর। আর দ্বিতীয়বার যাওয়া হলো ৮ জানুয়ারি।

 রাজধানীর পশ্চিম রামপুরায় উলনবাজারের কাছে তানজিলাদের বাসা। দেয়ালঘেরা জায়গায় উঠান ঘিরে কয়েকটি ঘর। তেমনই একটি ঘরে মাসে ৫ হাজার টাকা ভাড়ায় তানজিলা থাকেন মা রোকেয়া বেগম (৫৫) ও একমাত্র ভাই মাসুদ রানার (২৩) সঙ্গে। তানজিলা চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। তিন বছর আগে বাবা মনির হোসেন অন্যত্র বসবাস শুরু করলে ভাইয়ের ওপর সংসারের চাপ বাড়ে। ভাই রাইড শেয়ারিং পাঠাওয়ের গাড়ি চালান।

 তানজিলার অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে ১০ বছর আগে ২০১৪ সালের ৭ নভেম্বর। শিক্ষকের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তাঁর মুখমণ্ডলসহ পুরো দেহ পুড়ে যায়। তিন মাস তাঁর চিকিৎসা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ওই সময় ডান পায়ে সংক্রমণ হলে পা ঊরু থেকে কেটে বাদ দেন চিকিৎসকেরা। তানজিলার সঙ্গে দগ্ধ হয়ে মারা যায় তাঁর বড় বোন রুমা আক্তারের মেয়ে আশরাফী (৭)।

তানজিলা বলেন, ‘আমাকে প্রতিবন্ধী বলা যায়, বলেন! আমি তো সব পারি ’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া) ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা আজ মঙ্গলবার (০১ এপ্রিল) প্রকাশ করেছে। এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন প্রতিশ্রুতিশীল ওপেনার স্যাম কনস্টাস। তবে আগ্রাসী ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক জায়গা পাননি।

কনস্টাসের পাশাপাশি অলরাউন্ডার বো ওয়েবস্টারও প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ওয়েবস্টার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মিচেল মার্শের পরিবর্তে খেলেছিলেন।

কনস্টাস নিজের প্রথম টেস্ট ম্যাচেই নজর কেড়েছিলেন। বিশেষ করে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে আত্মবিশ্বাসের সঙ্গে সামলানোর মাধ্যমে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে অভিজ্ঞ স্পিনার ম্যাথু কুহনেমান পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।

আরো পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

অপরদিকে, জাতীয় দলে ধারাবাহিকতা না থাকায় জেক ফ্রেজার-ম্যাকগার্ক চুক্তিতে জায়গা পাননি। এছাড়া শন অ্যাবট, অ্যারন হার্ডি ও টড মারফিকেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

তালিকার বাকি অংশে পরিচিত মুখেরাই রয়েছেন। প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, ন্যাথান লায়ন, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলসহ আরও কয়েকজন তারকা তাদের জায়গা ধরে রেখেছেন।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৫-২৬ মৌসুমের ব্যস্ত সূচি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। এরপর ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

অস্ট্রেলিয়ার ২০২৫-২৬ কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়দের তালিকা:
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, ন্যাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস, ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুহনেমান, অ্যাডাম জাম্পা, ট্র্যাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জেভিয়ার বার্টলেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষের মস্তিষ্কে ব্লাইন্ডসাইট যন্ত্র বসাবে ইলন মাস্কের নিউরালিংক
  • চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সফলতা: মির্জা ফখরুল
  • দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস
  • মহাকাশ থেকে ফিরে প্রথমবারের মতো মুখ খুললেন সুনীতা ও বুচ 
  • পৃথিবীতে ফেরার ১৩ দিন পর মুখ খুললেন সুনিতা ও বুচ, যা বললেন তাঁরা
  • শহীদ আবু সাঈদের পরিবারকে ঈদ উপহার প্রদান