লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল
Published: 14th, January 2025 GMT
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেখানে দমকা হাওয়ার গতি আরো বাড়তে পারে। এর ফলে আরো ছড়িয়ে পড়তে পারে ভয়ংকর আগুন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তিনটি দাবানল এখনো জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানল ২৩ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আরো পড়ুন:
লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪
মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি হুতিদের
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় ‘জরুরি প্রস্তুতি’ নেওয়া হচ্ছে।
ইটন ও প্যালিসেডসে দাবানলে অন্তত ২৪ জন মারা গেছেন এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে, আগুনে পুড়ে যাওয়ার বিভিন্ন আবাসিক এলাকায় লুটপাট ও চুরির ঘটনা বেড়েছে। সোমবার, কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে আরো নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের কিছু ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে।
এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্কবার্তা দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কর্তৃপক্ষ। ড্রোন উড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছে, যা অগ্নিনির্বাপক বিমানের কাজে হস্তক্ষেপ করতে পারে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বিশেষ অভিযান অফিসের সহকারী প্রধান ব্লেক চাউ লুটেরাদের কঠোর সতর্কবার্তা জারি করে বলেছেন, “আপনারা পার পাবেন না।”
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইটনের দাবানল ১৪ হাজার একরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে। এই দাবানলটি ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার প্যালিসেডসের আগুনের "খুব কম আগুনের বৃদ্ধি" হয়েছে, ক্যালফায়ারের ডেপুটি চিফ জিম হাডসন বলেছেন।
বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। এর ফলে দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা দমকলকর্মীদের আগুন আরো নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দেবে।
ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফ বিবিসিকে বলেছেন, তিনি আশা করেন আসন্ন ট্রাম্প প্রশাসন এই দুর্যোগে ত্রাণ সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেবে।
দাবানল ক্রমশ রাজনীতিকীকরণের দিকে ঝুঁকে পড়েছে কিনা জানতে চাইলে শিফ বলেন, “দাবানল শুরু হওয়ার পর থেকেই মানুষ এটা করছে। এটা এখনই সহায়ক নয়, আসুন আমরা কেবল এই আগুন নেভানোর দিকে মনোনিবেশ করি, মানুষকে প্রয়োজনীয় সাহায্য করি।”
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে এলাকাটি পরিদর্শন করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ক্যালিফোর্নিয়ায় শত শত ফেডারেল কর্মী, বিমান এবং স্থল সহায়তার নির্দেশ দিয়েছেন। যেকোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখছে মহেশ বাবুর কন্যা?
‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এই অভিনেতার কন্যা সিতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়।
মহেশ বাবু অভিনীত ‘সরকারু বারি পাতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। ২০২২ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় সিতারা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ১২ বছর বয়সি সিতারা নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছে। অবশেষে এ গুঞ্জন নিয়ে মুখ খুললেন মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর।
আরো পড়ুন:
বিয়ের পর অভিনয়কে বিদায়: নীরবতা ভাঙলেন মহেশ বাবুর শ্যালিকা
রাজামৌলির সিনেমার জন্য ১৬৪ কোটি টাকা ছাড়াও লভ্যাংশ নেবেন মহেশ!
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে মায়ের সঙ্গে হাজির হয় সিতারা। সেখানে নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখার গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হয় সিতারার কাছে। এ প্রশ্ন শুনে মায়ের দিকে তাকায় এই খুদে তারকা। এরপর নম্রতা শিরোদকর বলেন, “তার বয়স মাত্র ১২ বছর। এখনো অনেক সময় আছে। যদিও আমাদের পরিবার বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু সবাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন।”
ফিল্মি পরিবারে জন্ম ও বেড়ে উঠছে সিতারা। তার দাদা কৃষ্ণা বিখ্যাত একজন অভিনেতা ছিলেন। সিতারার বাবা-মা দুজনেই জনপ্রিয় অভিনয়শিল্পী। এর আগে ড্রিম মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিল সিতারা। সেই আলাপচারিতায় জানতে চাওয়া হয়েছিল, পারিবারিক উত্তরাধিকার সফলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি কীভাবে দেখে সিতারা?
এই প্রশ্নের জবাবে সিতারা বলে, “এই উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পেরে সত্যি ভালো লাগছে। চমৎকার এই পরিবারের সদস্য হতে পেরে আনন্দিত। আমাকে অনেকে প্রশ্ন করেন আমি অভিনয় করতে চাই কিনা। এখন আমি বিষয়টি নিয়ে ভাবছি। মডেলিং এবং অভিনয় দুটোর বিষয়েই আমি আগ্রহী। কিন্তু আমার বয়স মাত্র ১২ বছর। সুতরাং আমি এখনো নিশ্চিত নই।”
একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছে সিতারা। এ বিজ্ঞাপনে মেয়েকে দেখে কেঁদে ফেলেছিলেন মহেশ বাবু। সেই স্মৃতিচারণ করে সিতারা বলে, “আমার মা খুব কঠোর মানুষ। তবে বাবা আমাকে ভীষণ আদর (প্রশ্রয় দেন) করেন। আমার মনে আছে, বাবা আমার পিএমজে-এর বিজ্ঞাপন প্রথম দেখে কেঁদে ফেলেছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে ফ্যাশন সেন্স পেয়েছি। আমি পাগল। কিন্তু মা তার পোশাক আমার জন্য রাখেন না। আমার মা ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী। তার দারুণ একটি মডেলিং ক্যারিয়ার ছিল। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তার ছবি দেখে অভিভূত।”
জুয়েলারি ব্র্যান্ড পিএমজে-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে সিতারাকে। প্রতিষ্ঠানটি বিশেষ একটি গহনা লঞ্চ করে; যার নাম দেয় ‘সিতারা’। ২০২৩ সালের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে লঞ্চ করা হয় বিজ্ঞাপনটি।
ব্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন মহেশ বাবু। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সিতারা। ২০১২ সালে জন্ম হয় সিতারার। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী সিতারা।
সিতারা ও তার বড় ভাই গৌতম অভিনয় বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। সিতারা হায়দরাবাদ থেকে প্রশিক্ষণ নেয়, তার ভাই গৌতম নিউ ইয়র্কে ইউনিভার্সিটি থেকে নাটক বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রি নিচ্ছেন বলেও জানিয়েছেন সিতারা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত ডটকম
ঢাকা/শান্ত