অ্যান্ড্রয়েডে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করল গুগল, নিরাপদ থাকবেন যেভাবে
Published: 14th, January 2025 GMT
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। নিরাপত্তা ত্রুটিগুলো কাজে অ্যান্ড্রয়েড ১২ থেকে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে দূর থেকে হামলা করতে পারে সাইবার অপরাধীরা। এর ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ফাইল বা তথ্য চুরির আশঙ্কা রয়েছে।
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েডের সিস্টেম কম্পোনেন্টে থাকা নিরাপত্তা ত্রুটিগুলো বেশ ভয়ংকর। আর তাই ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে যে কোনো স্মার্টফোনে গোপনে ক্ষতিকর কোড যুক্ত করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই ফোনের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
অ্যান্ড্রয়েডের সিস্টেম কম্পোনেন্টে থাকা নিরাপত্তা ত্রুটিগুলো শনাক্তের পরপরই জানুয়ারি মাসে নতুন নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত নিরাপত্তা প্যাচটি সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: নিউজ১৮ ডটকম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।