গাজীপুরে বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন
Published: 14th, January 2025 GMT
গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়া ও ব্যাংকিং সুবিধা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সকাল থেকে চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে যোগ দেন।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।
মানববন্ধনে শ্রমিকরা জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল কারখানার পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কাজের পরিবেশ বহাল চাই। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অনন্য সকল বকেয়া দাবি পূরণ করতে হবে।
এ ঘটনায় শিল্প পুলিশ-২ এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হচ্ছে।”
তিনি আরো বলেন, “শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়ক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।”
ঢাকা/রেজাউল/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ
সংগঠনের নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে ফটো সাংবাদিকরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন। অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন।
তারা বলেন, এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মানববন্ধনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের সব ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধক্ষ্য আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি