পেনাল্টি মিস করায় ফুটবলারের পরিবারকে হত্যার হুমকি
Published: 14th, January 2025 GMT
ফুটবল, যা কেবল একটি খেলা, সেখানে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। ফুটবলাররা কখনও ভুল করবেন, আবার সেই ভুল শুধরেও নেবেন। কিন্তু কিছু সমর্থকের কাছে হার-জিত যেন জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমনই এক ঘটনার শিকার হয়েছেন আর্সেনালের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। এফএ কাপের ম্যাচে পেনাল্টি মিস করার পর তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
রবিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এফএ কাপের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১। টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্সেনাল। ম্যাচে বল দখলে ৭০ শতাংশ আধিপত্য বিস্তার করলেও আর্সেনাল গোলের জন্য ২৬টি শট নিয়ে টার্গেটে রাখতে পেরেছিল মাত্র ৭টি। দুইটি সহজ সুযোগ নষ্ট করার পর টাইব্রেকারেও ব্যর্থ হন হাভার্টজ। এই কারণেই কিছু সমর্থক পরাজয়ের দায় তার ওপর চাপিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাভার্টজের স্ত্রী সোফিয়া জানান, তিনি এবং তার অনাগত সন্তান হত্যার হুমকি পেয়েছেন। সোফিয়া লিখেছেন, ‘আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কেউ বলেছে আমাদের বাড়িতে এসে হত্যা করবে। আবার কেউ প্রার্থনা করছে যেন আমার সন্তান নষ্ট হয়ে যায়। এসব হুমকিতে আমরা আতঙ্কিত। খেলায় হার-জিত থাকবেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দেরও পরিবার ও ব্যক্তিগত জীবন রয়েছে। একটু সম্মান প্রদর্শন করুন এবং বোঝার চেষ্টা করুন, এমন পরিস্থিতি একজন ফুটবলারের মনে কতটা চাপ ফেলে।’
এদিকে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আলাবার ব্যর্থতার রাতে জয়ের নায়ক রুডিগার, ফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়াটা যতটা না কষ্টের তারচেয়ে বেশি যেন লজ্জার। মঙ্গলবার রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নির্ধারণী ওই ম্যাচে ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্তই যেন করতে হচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।
কিন্তু দলটা যখন কামব্যাকের গল্প লিখতেই সিদ্ধহস্ত তখন ফলাফলটা অজানা নয়। অ্যান্টনিও রুডিগারের ঝলকে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিফেন্সের দুর্বলতা।
বিস্তারিত আসছে...