৯৯৯৯ রানে আউটের দায় হ্যাজলউডের ঘাড়ে চাপালেন স্মিথ
Published: 14th, January 2025 GMT
আর ১ রান হলেই টেস্টে ১০ হাজার রান। ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে এমন সময় গালিতে ক্যাচ দিয়ে ফিরলেন স্টিভ স্মিথ। তাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান আটকা পড়লেন ৯৯৯৯-এ।
সেই আউটের দিন দশেক পর স্মিথ জানালেন তাঁর আউটের পেছনের কারণ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দাবি করলেন, সতীর্থ জশ হ্যাজলউডের বড় দায় আছে ৯৯৯৯ রানে আউট হওয়ায়। হ্যাজলউড তো সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দলেই ছিলেন না, তিনি কী করে স্মিথের আউটের কারণ হলেন—এ প্রশ্ন করতেই পারেন।
জানতাম, ৩৮ রান দরকার। রাতে যখনই ঘুমাতে চেষ্টা করেছিলাম জশ হ্যাজলউডের জার্সিটা চোখে ভাসত, কারণ ওর নম্বর ৩৮।স্টিভ স্মিথ, ব্যাটসম্যান, অস্ট্রেলিয়াপ্রশ্নের উত্তরটাও দিয়েছেন স্মিথ। সিডনি টেস্টটা ১০ হাজার থেকে ৩৮ রান দূরে থেকে শুরু করেছিলেন স্মিথ। সমস্যা করেছে এই ৩৮ সংখ্যাই। জশ হ্যাজলউডের জার্সি নম্বরও ৩৮। স্মিথের দাবি, সিডনি টেস্টের আগে চোখ বুঝলেই হ্যাজলউডের জার্সি নম্বরটা ভেসে উঠেছে মনে। আর সেটিরও প্রভাব পড়েছে মনঃসংযোগে।
আউট হয়ে ফিরে যাচ্ছেন স্মিথ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইপিএল কারণ নয়, তাহলে কেন চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্ক
অস্ট্রেলিয়ার এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কে কে নেই—তালিকাটা বেশ লম্বাই। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে তাদের পেস বোলিংয়ে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে এই টুর্নামেন্টে নেই মিচেল স্টার্কও। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নেন তিনি।
স্টার্কদের ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা ভালো করেছে অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ বোলিং নিয়ে তারা হারিয়েছে ইংল্যান্ডকে, সেমিফাইনালের দৌড়েও টিকে আছে বেশ ভালোভাবে। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর নির্ধারিত হবে ভাগ্য। এর মধ্যে নিজের সরে দাঁড়ানো নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন স্টার্ক।
উইলো টক নামের এক পডকাস্টকে তিনি জানিয়েছেন, ‘কিছু ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, কিছু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, গোড়ালিতেও হালকা ব্যথা লেগেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের সময়। ওগুলো ঠিক হওয়ার জন্যই (বিশ্রাম নেওয়া)।’
তবে এসবের বাইরেও বড় একটা উপলক্ষ সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন স্টার্ক। অনেকে মনে করেন, আইপিএল সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁহাতি পেসার। সেটি মাথায় থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই আসল লক্ষ্য বলে জানিয়েছেন স্টার্ক, ‘আইপিএলও সামনে আছে, কিন্তু আমার মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই বেশি করে আছে। ওটার জন্যই শরীর ঠিকঠাক থাকা দরকার। আগামী কয়েক মাস ভালো ক্রিকেট খেলে এরপর টেস্ট ফাইনালে নামতে চাই।’
জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।