বিপিএল: সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান
Published: 14th, January 2025 GMT
চলমান বিপিএলের সিলেট পর্ব আগের যে কোনো আসরকে ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে রানের ফুলঝুরি, সৃষ্টি হয়েছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। তবে এই পর্বে একদিকে কেউ উড়ছে, অন্যদিকে কেউ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে শেষ হয় সিলেট পর্ব। নাটকীয়ভাবে ৮ রানে জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। এই জয়ের ফলে ৭ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে রংপুরের দরকার আর মাত্র ১টি জয়।
অন্যদিকে, অবশেষে সিলেট পর্বে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। চিটাগং কিংস টানা তিন ম্যাচ জিতে নিজেদের ফর্ম ধরে রেখেছে, তবে খুলনা টাইগার্স টানা তিন ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে। সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী মিশ্র পারফরম্যান্সে জয়ের পাশাপাশি হারের স্বাদও পেয়েছে।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং কিংস। ৪ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তারা আছে তিনে। রংপুরের কাছে নাটকীয়ভাবে হেরে না গেলে পয়েন্ট টেবিলে তিনে ওঠার সুযোগ ছিল খুলনার। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে মেহেদি মিরাজের দল। সিলেট পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি খুলনা।
৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। সিলেট পাঁচে ও ছয়ে আছে রাজশাহী। আর ৭ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানতে অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম পর্বে হতাশা ভুলে বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে মুখিয়ে পিছিয়ে পড়া দলগুলো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেনাপোল বন্দর থেকে আরেকটি ট্রাক ফেরত নেওয়া হচ্ছে
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। তৃতীয় দেশের গার্মেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে একটি বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে আছে। পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ কার্পাস (গেট পাস) না দেওয়ায় ভারতে প্রবেশ করতে পারেনি। রপ্তানিকারক প্রতিষ্ঠান ফেরত নেওয়ার কথা ভাবছে।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের রপ্তানিকারক ব্লু প্লানেট নিটওয়ার লিমিটেড ট্রান্সশিপমেন্ট সুবিধায় গার্মেন্টস সামগ্রী স্পেনে রপ্তানির জন্য বেনাপোল বন্দরে ট্রাক পাঠায়, যার আমদানিকারক পুল অ্যান্ড বেয়ার স্পেন। ঢাকা মেট্রো ট ২০-৯০০৫ নম্বর ট্রাকে ৩৬৭ প্যাকেজ টি-শাট ও মহিলাদের ট্যাংক টপ পণ্য আছে। ৪৩০১ কেজি গার্মেন্টস সামগ্রীর রপ্তানি মূল্য ৯৭ লাখ ৭৮ হাজার ৮৫৮ টাকা। পণ্য চালানটি রপ্তানির জন্য বেনাপোল কাস্টমসে কাগজপত্র দাখিল করেন রানা ইন্টারন্যাশনাল নামের সিএন্ডএফ এজেন্ট।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধার এসব পণ্য পেট্রাপোল বন্দর হয়ে কলকাতার দমদম এয়ার পোর্ট ব্যবহার করে স্পেনসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছিল। এসব পণ্য বাংলাদেশ থেকে বিমান পথে রপ্তানি হলে পরিবহন ব্যয় বেশি পড়ে এবং ট্রান্সশিপমেন্ট সুবিধায় খরচ কম পড়ে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এর আগে বুধবার চারটি ট্রাক ফেরত গেছে, বন্দরের ভেতর একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এ খবর জানতে পেরে অন্য রপ্তানিকারকরা পণ্য লোড বন্ধ করে রেখেছেন।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, তৃতীয় দেশে কোনো পণ্যের আজ রপ্তানির জন্য কার্পাস হয়নি।
বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের পণ্যের কার্পাস না দেওয়ায় পণ্য বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরের টার্মিনালে দাঁড়িয়ে আছে।