স্বপ্নে পাওয়া নম্বরে টিকিট কিনে জিতলেন লটারি
Published: 14th, January 2025 GMT
ঘুমের মধ্যে মানুষ কত স্বপ্নই না দেখে। কখনো সে স্বপ্ন মধুময় মনে হয়, কখনো দুঃস্বপ্ন। কিছু স্বপ্ন তো একবারেই অর্থহীন হয়। বেশির ভাগ সময় মানুষ কী স্বপ্ন দেখেছে, তার বিস্তারিত ঠিকঠাকমতো মনে করতে পারে না। খুঁটিনাটি অনেক প্রশ্নের উত্তর তার কাছে থাকে না। সব ভাসা–ভাসা, আবছা। কিন্তু যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নারী ঘুমের ঘোরে দেখা স্বপ্ন নিখুঁতভাবে মনে রাখতে পেরেছেন বলে দাবি করেছেন।
প্রিন্স জর্জ কাউন্টির বাসিন্দা ওই নারী গত মাসে স্বপ্নে কতগুলো সংখ্যা দেখেছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পরও তাঁর মাথায় সংখ্যাগুলো ঘুরপাক খেতে থাকে। কেন তিনি স্বপ্নে ধারাবাহিক ওই সংখ্যাগুলো দেখতে পেলেন, সেটা তাঁকে ভাবিয়ে তোলে।
ওই নারী স্বপ্নে যেসব সংখ্যা দেখেছেন, সেগুলো ছিল ৯-৯-০-০-০, শেষে পর্যন্ত স্বপ্নে দেখা সংখ্যা মিলিয়ে তিনি একটি পিক-৫ লটারির টিকিট কেনেন। মেরিল্যান্ডের অক্সন হিলের জিপ ইন মার্ট থেকে তিনি ওই লটারির টিকিট কিনেছিলেন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় পিক-৫ লটারি বেশ জনপ্রিয়।
লটারিজয়ী ওই নারী পরে মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে বলেন, ‘আমরা দেরি করে ফেলেছিলাম এবং আমি খেলার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম, আমাকে শুধু আমার স্বপ্নে পাওয়া নম্বরগুলোতে খেলতে হবে।’
স্বপ্নে পাওয়া সেই ধারাবাহিক নম্বরে খেলেই শেষ পর্যন্ত বাজিমাত করেন ওই নারী। ২০ ডিসেম্বর সন্ধ্যায় লটারিতে তিনি জিতে যান ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৬১ লাখ ৩৫ হাজারের বেশি।
লটারিজয়ী নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী আমাকে দেখিয়েছিল, আমার কাছে এটা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কিন্তু যখন সত্যি সৌভাগ্যের স্পর্শ এল, আশা করেছিলাম আমাদেরই যেন সেখানে দেখায় এবং ধন্যবাদ যে আমরাই সেখানে ছিলাম।’
লটারির অর্থ তাঁর স্ত্রী নিজের ইচ্ছেমতো খরচ করবেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। তবে এ–ও বলেছেন, ‘যদিও আমরা এরই মধ্যে আমাদের নাতি-নাতনিদের বড়দিনে বিশেষ উপহার কিনে দিয়েছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।