গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে
Published: 14th, January 2025 GMT
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত করতে মঙ্গলবার দোহায় বৈঠকে বসবেন আলোচকরা। সোমবার মধ্যরাতে আলোচনায় অগ্রগতির পর মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসকে চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছেন। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার সমর্থিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই আলোচনায় বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরাও উপস্থিত ছিলেন।
সোমবার এক ভাষণে বাইডেন বলেন, এই চুক্তি জিম্মিদের মুক্তি দেবে, যুদ্ধ বন্ধ করবে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। যদি এই চুক্তি সফল হয়, তবে এটি এক বছরের বেশি সময় ধরে চলা আলোচনার সফল সমাপ্তি ঘটাবে। আগে হামাস প্রায় অর্ধেক বন্দিকে মুক্তি দিয়ে ২৪০ ফিলিস্তিনি বন্দিকে বিনিময় করেছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় দোহায় উভয় পক্ষের কাছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি পেশ করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, আমার মনে হয় এই চুক্তি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি আমরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, এখন হামাসের ওপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তি। হামাস বলেছে, তারা চুক্তি করতে আগ্রহী।
ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, এই চুক্তির অংশ হিসেবে ৩৩ জন জিম্মি মুক্তি পাওয়ার পথে রয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর বলেন, এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আমি আমাদের মার্কিন বন্ধুদের ধন্যবাদ জানাই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’