Samakal:
2025-04-07@20:27:17 GMT

মামলায় আটকা প্রথম বিভাগ হকি

Published: 14th, January 2025 GMT

মামলায় আটকা প্রথম বিভাগ হকি

পরিবর্তিত পরিস্থিতির পর অ্যাডহক কমিটি আয়োজন করেছে বিজয় দিবস হকি। নতুন বছরে নতুন পরিকল্পনাও হাতে নিয়েছে তারা। এই বছর প্রথম, দ্বিতীয় ও প্রিমিয়ার লিগের সঙ্গে আরও কয়েকটি প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্তারা।

তারই ধারাবাহিকতায় আপাতত প্রথম বিভাগ হকি আয়োজনের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। কিন্তু মামলার জটিলতার কারণে এই লিগের আনুষ্ঠানিকতা শুরু করতে পারছেন না কর্তারা।

গত বছর অনুষ্ঠিত হকির নির্বাচন নিয়ে কাউন্সিলরশিপ জটিলতায় আদালতে গিয়েছে দুটি ক্লাব ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। মূলত মালিকানা দাবি করে আদালতে যান সাজেদ এ আদেল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড ক্লাবের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই ছয় মাস হকি-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না ক্লাব দুটি। চাইলে এই দুই ক্লাব ছাড়াই প্রথম বিভাগ হকির কর্মকাণ্ড শুরু করতে পারে ফেডারেশন।

কিন্তু সেটা করতে গিয়ে নতুন ঝামেলায় পড়তে চায় না হকি ফেডারেশন। তাই ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড ক্লাবকে নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। সে জন্য দুটি ক্লাবের মালিকানা ইস্যুর সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দিয়েছে হকি ফেডারেশন।

গতকাল সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.

কর্নেল রিয়াজুল হাসান (অব.), ‘আমরা সবাইকে নিয়েই লিগ আয়োজন করতে চাই। ছয় মাসের স্থগিতাদেশ থাকলেও যদি মালিকানা-সংক্রান্ত জটিলতা কেটে যায়, তাহলে অবশ্যই খেলা দ্রুত শুরু করা যাবে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তীর্থ বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটায় হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভিক্টোরিয়া পুলিশ সূত্রে জানা যায়, ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তীর্থ বিশ্বাস জিলংয়ের নর্লেন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান।

তীর্থের পারিবারিক বন্ধু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল বলেন, নিহতের পরিবার চট্টগ্রাম শহরের বাসিন্দা। তাঁর বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

এ বছর ভিক্টোরিয়ার সড়কে এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের সমান। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ড্যাশক্যাম (গাড়ির ভিডিও রেকর্ডার) ফুটেজ সংগ্রহ করেছে। কেউ কিছু জানলে তথ্য দিতে অনুরোধ করেছে।
তীর্থ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। নিহতের সৎকার ও পরিবারকে সহায়তা করতে স্থানীয় কমিউনিটি সদস্যরা এগিয়ে এসেছেন।

সম্পর্কিত নিবন্ধ