ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ৪৭ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কমপ্লেইন সুপারভাইজার
পদসংখ্যা: ১২
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রাহকসেবা/ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,৫০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

২.

পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতূল্য ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে ভালো। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৪,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২০
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। পাওয়ার টেকনোলজি/ ইলেকট্রিক্যাল টেকনোলজি/মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।
বয়স: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। ডিপিডিসির নিজস্ব কর্মীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে আবারও বড় নিয়োগ, পদ ৫৬১২৫ ডিসেম্বর ২০২৪

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১,০০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪০১ জানুয়ারি ২০২৫আরও পড়ুনমেঘনা পেট্রোলিয়ামে বড় নিয়োগ, পদ ১৪৭০২ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২২ এপ্রিল ২০২৫)

সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। দুপুরে ফেডারেশন কাপের ফাইনাল। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।সিলেট টেস্ট–৩য় দিন

বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ৯–৪৫ মি., বিটিভি

ফেডারেশন কাপ ফাইনাল

আবাহনী লিমিটেড–বসুন্ধরা কিংস
দুপুর ২–৪৫ মি., টি স্পোর্টস

আইপিএল

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

মুলতান সুলতানস–লাহোর কালান্দার্স
রাত ৯টা, নাগরিক টিভি

সৌদি প্রো লিগ

দামাক–আল নাসর
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–অ্যাস্টন ভিলা
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা–মায়োর্কা
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ

  • গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় আর ২দিন, পিছিয়েছে ভর্তি পরীক্ষা
  • ড্রাইভার পদে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি ব্যাংক, আবেদন করুন দ্রুত
  • বাংলাদেশ ল্যাম্পসের ৯ মাসে লোকসান কমেছে ৫৪.৭৩ শতাংশ
  • ই-কমার্সে ডিজিটাল নিরাপত্তা ও গ্রাহক আস্থা
  • বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭ পদে চাকরি, আবেদন করুন দ্রুত
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)
  • সমকালের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা মুশফিকের পরিবার
  • সাবমেরিন ক্যাবলসের ৯ মাসে মুনাফা কমেছে ১৭.৬১ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২২ এপ্রিল ২০২৫)