বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে এ অভিনেত্রীর নাম ওঠার তার সবকিছু এলোমেলো হয়ে যায়। ফলে, অনেক কাজও হারিয়েছেন। গত বছর হলিউডের একটি সিনেমায় দেখা গেলেও বলিউডের কোনো সিনেমায় অভিনয় করেননি।

গত বছরের ৮ মার্চ মুক্তি পায় শ্রেয়া ঘোষাল ও ফ্রান্সের সংগীতশিল্পী টাইকের গাওয়া ‘ইয়ামি ইয়ামি’ গান। এ গানের ভিডিওতে পারফর্ম করেন জ্যাকলিন। গানটিতে এই অভিনেত্রীর পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের। গানটি মুক্তির পর কেটে গেছে ১০ মাস। এখন পর্যন্ত এর ভিউ দাঁড়িয়েছে ২২২ কোটি বারের বেশি।

‘ইয়ামি ইয়ামি’ গান নিয়ে কথা বলেছেন জ্যাকলিন। এ অভিনেত্রী বলেন, “আমি বাছাই করেই গানগুলো হাতে নিই। ‘ইয়ামি ইয়ামি’ গানে যখন আমাকে উপস্থাপন করা হয়, তখন আমি জানতাম গানটির সঙ্গে সঠিক বিচারই করতে পারব। শ্রেয়া ঘোষাল গানের কথার সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। টাইক একজন অসাধারণ শিল্পী। সত্যিই তিনি প্রাণবন্তভাবে গানটির সংগীত তৈরি করেছেন। কোরিওগ্রাফি করেছিলেন শাজিয়া পীযূষ। এটি এমন কিছু ছিল না, যা করতে সত্যিই অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি নিজের পুরোটা দিয়েছিলাম এবং সত্যি এটি দারুণ হয়েছিল।”

শূন্য ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জ্যাকলিন বলেন, “আমরা জিরো ডিগ্রি তাপমাত্রায় দিনে ২০ ঘণ্টা শুটিং করেছিলাম। যদিও এটি অনেক কষ্টের ছিল। কিন্তু আমরা সবাই জানতাম, এই প্রচেষ্টার যোগ্য ফল পাব।”
 
জ্যাকলিন ও তার টিম সত্যি পরিশ্রমের ভালো ফল পেয়েছেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা বিশ্বের দর্শকদের মন জয় করেছে। তাই গানটি নিয়ে গর্বিত জ্যাকলিন। এ অভিনেত্রী বলেন, “এখন পর্যন্ত আমার প্রিয় গানগুলোর মধ্যে এটি একটি।”

জ্যাকলিন অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ফাতেহ’। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করছেন অভিনেতা সোনু সুদ। নির্মাণের পাশাপাশি জ্যাকলিনের বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। গত ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বর্তমানে জ্যাকলিনের হাতে সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’, ‘হাউজফুল ফাইভ’।

তথ্যসূত্র: স্পটবয়

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার। চার বছরের জন্য নিয়োগ পেলেও মাত্র দুই বছর পরই তিনি পদত্যাগ করলেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণেই ওয়াল্টার দায়িত্ব ছাড়ছেন। তবে গুঞ্জন রয়েছে, দলের অধিকাংশ দ্বিপাক্ষিক সিরিজে দুর্বল পারফরম্যান্স ও নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়মিত ভ্রমণের চাপ তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বমঞ্চে বেশ সফল ছিলেন ওয়াল্টার। তার অধীনেই প্রোটিয়ারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে দল।

তবে দ্বিপাক্ষিক সিরিজে দল ভালো করতে পারেনি। ওয়াল্টারের অধীনে দক্ষিণ আফ্রিকা সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে, আর আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে মাত্র একটি জিতেছে। এই পারফরম্যান্সও হয়তো তার পদত্যাগের অন্যতম কারণ।

প্রোটিয়াদের সামনে এখন ব্যস্ত সূচি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এবং ২০২৬ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপে জায়গা পেতে যে পরিকল্পনার কথা জানালেন জ্যোতি
  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ভারতকে তুলোধুনা করা কনস্টাস
  • বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়
  • ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক