গেলো বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ব্যাপক রদবদল ঘটে। প্রেসিডেন্ট পদে আসেন ফারুক আহমেদ। নতুন করে পরিচালক পদে আসেন নাজমুল আবেদীন ফাহিম। বাদ পড়েন নাজমুল হাসান পাপনের বোর্ডের ১২ পরিচালক।

ফারুকের নেতৃত্বে নতুন বোর্ড ‘নতুনভাবে সংস্কারের’ সিদ্ধান্ত নেয়। এজন্য ফাহিমকে আহ্বায়ক করে গঠন করা হয় গঠনতন্ত্র সংশোধনী কমিটি। কমিটি ইতোমধ্যে সংশোধনীর প্রস্তাবনা তৈরি করেছে। যেটির খসড়া হাতে পেয়েছে রাইজিংবিডি ডটকম । নতুন প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রিকেট বোর্ডে ‘সরকারের প্রভাব বাড়ছে’।

প্রস্তাবনা খসড়ায় দেখা যাচ্ছে, নতুন করে সংস্কারের লক্ষে কাজ করলেও বোর্ডে কমানো হচ্ছে ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব আর বাড়ানো হচ্ছে ‘সরকারের প্রভাব’। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন পরিচালক রাইজিংবিডি ডটকমকে বলেন, “এটি বাস্তবায়িত হলে বোর্ডে সরকারের প্রভাব বাড়বে।”

বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক আসতে পারবেন। প্রস্তাবিত সংশোধনীতে ক্লাব থেকে সেটি কমিয়ে মাত্র ৪ জন পরিচালকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি  থেকে মাত্র ৪ জন পরিচালক আসতে পারবেন বোর্ডে।

ক্লাব ক্রিকেটের সংশ্লিষ্টতা কমলেও বাড়ছে ডিভিশন ও ডিসট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রভাব। আগে ১০ জন পরিচালক আসতে পারতেন বিভাগ ও জেলা থেকে। সেটি তিনজন বাড়িয়ে ১৩ করার প্রস্তাব আনা হচ্ছে। প্রস্তাবিত গঠনতন্ত্রে ঢাকা বিভাগ থেকে একজন বাড়িয়ে তিনজন করা হচ্ছে।

এ ছাড়া, দুজন করে পরিচালক হবেন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর। একজন করে থাকবেন বরিশাল ও সিলেট থেকে। রংপুর ও রাজশাহীর পরিচালক সংখ্যা একের পরিবর্তে দুজন করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে ইন্সটিটিউশন থেকে একজন বাড়িয়ে দুজন করা হচ্ছে। একই থাকছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। আগের মত বর্তমান সংশোধনীতেও দুজন রাখা হচ্ছে।

সব মিলিয়ে ২৫ জন পরিচালক থেকে কমিয়ে আনা হচ্ছে ২১-এ। তাতে দেখা যাচ্ছে, বিভাগ-জেলা, জাতীয় ক্রীড়া পরিষদ ও ইন্সটিটিউশনের ১৭ জন পরিচালকই হবেন সংশ্লিষ্ট সরকারের আস্থাভাজন কেউ। তাতে বোর্ডে বাড়বে ‘সরকারের প্রভাব’ আর কমবে ক্রিকেট-সংশ্লিষ্ট ক্লাবের কর্তৃত্ব।

বিসিবির সাবেক পরিচালক ও আবাহনী ক্লাবের অন্যতম সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্টতা বাড়ার কথা। সঙ্গে তিনি এও বলেন, এটি দেশের ক্রিকেটের জন্য ‘খুব খারাপ’ কিছু হবে।

মুঠোফোনে সাজ্জাদুল আলম বলেন, “উদ্ভট সব চিন্তা-ভাবনা। যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, ক্লাবগুলো ক্রিকেটের অবকাঠামো ও উন্নয়নে বিনিয়োগ করে আসছে। এ বছর এটি ১০০ কোটি টাকার কাছে যাবে। ক্লাবগুলোকে যদি এভাবে ধরা হয়, তাহলে তারা আর বিনিয়োগ করবে না।”

“যারা স্টেকহোল্ডার, যাদের অবদান বেশি তারাই পলিসি মেকার হবেন। এমন কেউ না, যারা ক্লাব কিংবা ক্রিকেট-সংশ্লিষ্ট না; তারা পলিসি মেকার হবেন। এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ক্রিকেটে ভয়ংকর প্রভাব ফেলবে। এটা কারা করছেন, কীসের জন্য করছেন, আমরা জানতে পারব এক সময়। এটা ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকারক হবে। এটাকে প্রতিহত করা উচিত বলে আমি মনে করি।”

শুধু তাই নয়, সংশোধনী কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন সাজ্জাদুল আলম। ফাহিমের সঙ্গে কমিটির সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি মো.

সাইফুল ইসলাম। বাকি তিন সদস্য হচ্ছেন— আইনের তথা বিসিবির লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন।

“যারা কমিটিতে আছেন, তারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট লোক না। যা খেলোয়াড়, না সংগঠক, না কিছু। তারা হয়ে যাচ্ছেন এখন (ক্রিকেটের) ভাগ্য নিয়ন্ত্রক। এগুলো মেনে নেওয়া যায় না”— বলেছেন সাজ্জাদুল আলম।

সংশোধনী কমিটি সূত্রে জানা গেছে, দ্রুতই প্রস্তাবিত বিষয়গুলো বিসিবির পরিচালনা পর্ষদে তোলা হবে। পরবর্তীতে যাবে ইজিএমে। সেখানে কাউন্সিলরদের ভোটে বিষয়টি চূড়ান্ত হবে।

বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু রাইজিংবিডি ডটকমকে বলেন, “আগামী অক্টোবরে নির্বাচনকে ঘিরে যে বাজে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারই নেওয়ার সাহস পায়নি। আমার ধারণা, ক্লাবগুলোকে প্রতিপক্ষ বানানোর জন্য, দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটি করছে। ২১-এর মধ্যে ১৭ জনই সরকারের লোক থাকবেন। বাকি ক্লাবের চার জনের কোনো মূল্যই থাকবে না।”

সংশোধনী প্রস্তাবনা নিয়ে আজ (১৪ জানুয়ারি) ঢাকার ক্লাবগুলো রাজধানীর একটি হোটেলে বৈঠক করবেন। বৈঠকে তারা বিসিবির এমন প্রস্তাবনার বিরুদ্ধে কীভাবে কী করা যায়, সে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তাঁর হাতে।

স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মঞ্চে উঠে আবেগাপ্লুত জোয়ি তাঁর মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

তার এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর আগ্রাসন চালাচ্ছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে
  • অনিয়মের খোঁজ নেওয়ায় সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বেরোবি কর্মকর্তা
  • ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
  • ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম, কাটা হলো দুই আঙুল
  • ৭টি মৌলিক হক
  • ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা: পশ্চিমাদের জেগে ওঠার বার্তা
  • নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫
  • হাতে ভাজা মুড়ি, শাশুড়ির পেশাকে বাঁচিয়ে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্চনা
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো