ফের পেছাল ইমরান বুশরার মামলার রায়
Published: 14th, January 2025 GMT
আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রায় তৃতীয়বারের মতো স্থগিত করেছে ইসলামাবাদের আদালত। আল-কাদির ট্রাস্টের ১৯ কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এর আগে গত ১৮ ডিসেম্বর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত। সেই তারিখ পিছিয়ে ৬ জানুয়ারি এবং পরে ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
গতকাল শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী বা আসামি– কেউই আদালতে হাজির হননি। তাই জবাবদিহি আদালতের বিচারক নাসির জাভেদ রানা রায় ঘোষণায় অপারগতা প্রকাশ করেন। ১৭ জানুয়ারি এ রায় ঘোষণা করা হবে বলে জানান তিনি। ডন।
প্রতিবেদন- আসিফ মাহমুদ
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।