জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
‘তান্ত্রিক ড্যান্স’, নেপাল (সকাল ১০টা ৩০ মিনিট), ‘ব্যাক টু লাভ’, চীন (বেলা ১টা), ‘দ্য লাস্ট পোস্টম্যান’ (বেলা ৩টা), ‘দ্য ল্যান্ড হয়ার উইন্ড স্টুড স্টিল’, কাজাখস্তান (৫টা), ‘শরতের জবা’, বাংলাদেশ (সন্ধ্যা ৭টা)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, বাংলাদেশ (সকাল ১০টা ৩০ মিনিট), ৪০০ ‘ক্যাসেটার্স’, গ্রিস ও ‘দ্য এলিয়েন’, রাশিয়া (বেলা ৩টা), ‘ইন্দেরা’, মালয়েশিয়া (বিকেল ৫টা), ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’, বাংলাদেশ ও নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭টা)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘হাই, মম’, চীন (সকাল ১০টা ৩০ মিনিট), ‘মাম্মালিয়া’, জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়া (বেলা ১টা), ‘গন উইথ দ্য বোট’, চীন (বিকেল ৫টা ৩০ মিনিট)।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘ডিল অ্যাট দ্য বর্ডার’, কিরগিজস্তান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘সানডে’, উজবেকিস্তান (বেলা ২টা ৩০ মিনিট), ‘১০০ ইয়ার্ডস’, চীন (বিকেল ৪টা ৩০ মিনিট)।

আরও পড়ুনঢাকা চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে যেসব ছবি১৩ জানুয়ারি ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘ব্যারেন’, ইরান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)।

গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘পারফরমিং কাওরুস ফিউনারেল’, জাপান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবে ৬৩ জেলা হতে নির্বাচিত ১৬ নাটক নিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে উৎসবের শেষ দিনে (শুক্রবার) মঞ্চায়ন করা হয় নাটক ‘ইংগিত’।

‘ইংগিত’র নাট্য ভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এত অংশ নেন।

নাটকের গল্পে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখ জুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যতার এক সুতায় মেলবন্ধন ঘটাতে যে বদ্ধ পরিকর।

১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’
  • সেরা সিনেমা ‘আনোরা’
  • টিএসসিতে সংগীত উৎসব
  • রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’