খেলাপি ঋণের মামলায় পাট ব্যবসায়ীকে না পেয়ে তাঁর মেয়ে, জামাই ও ব্যবস্থাপককে ১১ ঘণ্টা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আটকে রাখে পুলিশ। এ সময় গোয়েন্দারা সাদা পোশাকে ছিল। মানবাধিকার কর্মীরা বলছেন, এটা আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

নগরীর নিতাইগঞ্জ এলাকার শারমিন জুট বেলার্সের মালিক আবদুল আলী। তাঁর আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জানান, আবদুল আলী নানা কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে কমার্স ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় ঋণখেলাপি হন। আদালত থেকে তাঁকে গ্রেপ্তারে পরোয়ানা রয়েছে। তাই তিনি পালিয়ে রয়েছেন। অন্য সম্পত্তি বেচে দেনা শোধের চেষ্টা করছেন। ঋণের বিপরীতে সম্পত্তি বন্ধক রয়েছে ব্যাংকের কাছে। তাঁর বাড়ি নগরীর বঙ্গবন্ধু সড়কের জিমখানা এলাকায় সিটি করপোরেশনের উল্টো দিকে। পুলিশ একাধিকবার এই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে পায়নি। না পেয়ে ডিবি সোমবার ভোর ৫টায় ঢাকার বাড্ডায় তাঁর মেয়েজামাই এ টি এম পারভেজ সাজ্জাদের বাসায় অভিযান চালায়। সেখান থেকে শারমিন আক্তার, তাঁর স্বামী এ টি এম পারভেজ সাজ্জাদ ও নগরীর দেওভোগের বাসা থেকে শারমিন জুট মিলের ব্যবস্থাপক জামান আহমেদকে আটক করা হয়। তাদের নগরীর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি দপ্তরে আটক রাখা হয়। বিকেল ৪টায় তাদের মুচলেকা রেখে ছাড়া হয়। তাদের বিরুদ্ধে কোনো পরোয়ানা নেই। পুলিশ সাদা পোশাকে কোথাও অভিযান চালাতে পারবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। বাবার অপরাধে মেয়ে, জামাই ও ব্যবস্থাপককে আটক করে আনা যায় না।’

ঘটনার ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আবদুল আলী মোটা অঙ্কের ঋণখেলাপি। তাঁকে ধরার জন্য ওপর মহলের চাপ রয়েছে। তাই তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহ করতে এই তিনজনকে আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।’
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আইনজীবীর চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ১৫টি পদেই বিএনপি সমর্থিত প্যানেলে বিজয়ী 
  • হাসিনার গাড়িবহরে হামলা: খালাস পেলেন বিএনপি নেতা হাবিব
  • হাইকোর্টের রায়ে খালাস পেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল
  • উচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি নেতা হাবিব, সাতক্ষীরায় আনন্দমিছিল
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ
  • বেক্সিমকো গ্রুপের ঋণের বিষয়ে রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষ, রায় ১২ মার্চ
  • অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়
  • আওয়ামী লীগ-সমর্থিত হারুনুর রশিদ আবার সভাপতি, সম্পাদক বিএনপির শাতিল মাহমুদ
  • জামিন পাওয়া দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেলেন বাদী ও তাঁর লোকজন
  • প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই