পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
Published: 13th, January 2025 GMT
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা। কমিশন তাদের তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চায়। সেনাপ্রধান তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ৩
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাত ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘‘জমি নিয়ে চাচাত ভাই-বোনদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।’’
আরো পড়ুন:
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
প্রতিপক্ষের হামলায় যুবদল নেতার মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/তারেকুর/রাজীব