বিতর্ক সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়া ছয়জনের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। গতকাল সোমবার তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই ছয়জন হলেন অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো.
২ জানুয়ারি এই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ৯ জানুয়ারি তাদের শপথের দিন ধার্য করা হয়েছিল। এর আগেই তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। বলা হয়, তারা বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তাই তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আপত্তি জানান পিএসসির কর্মকর্তারাও। সর্বশেষ গত রোববার বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, ‘ছয়জনের নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনে বাতিল করা হলো।’
শাহনাজ সরকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ছিলেন। মুনির হোসেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজি। মিজানুর রহমান ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক। শাব্বির আহমেদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (পশ্চিম ও আইসিটি) এবং সৈয়দা শাহিনা সোবহান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক।
শিক্ষার্থীরা শপথ না পড়ানোর দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেন। তারা জানান, ডা. শাহিনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক এমপি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি হয়েছিলেন। এ ছাড়া ডা. শাহিনা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ বান্ধবী। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ সম্পর্কে বলা হয়, তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) ডিজি ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালনকালে ‘আয়নাঘরে’ অনেকেই বন্দি হয়ে নির্যাতনের শিকার হন। ড. মিজানুর রহমান সম্পর্কে বলা হয়, তিনি আওয়ামী লীগের আমলে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তখন বিয়াম আওয়ামী লীগপন্থি সরকারি কর্মকর্তাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এদিকে পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি দেয়।
এই তিনজনের নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছিল জামায়াতে ইসলামীও। ৯ জানুয়ারি দলটির এক বিবৃতিতে বলা হয়, তিনজনের একজন পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অন্যজন জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। এসব চিহ্নিত ব্যক্তিকে পিএসসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
ছাত্র-গণঅভ্যুত্থানের পর ৮ অক্টোবর পিএসসির পূর্ণ কমিশন পদত্যাগ করে। ৯ অক্টোবর সরকার পিএসসিতে প্রথম দফায় চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়োগ দেয়। দ্বিতীয় দফায় ৩১ অক্টোবর আরও পাঁচজন সদস্য নিয়োগ দেওয়া হয়। ৬ নভেম্বর চারজন সদস্য শপথ নেন, একজন শপথ গ্রহণ করেননি। তৃতীয় দফায় ২ জানুয়ারি ছয়জনকে নিয়োগ দেওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে তিনজনের নিয়োগ নিয়ে প্রতিবাদ জানানো হয়।
নিয়োগ দিয়ে আবার বাতিল করা প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক গতকাল সমকালকে বলেন, ‘পিএসসিতে সদস্য নিয়োগ হয় সরকারের উচ্চপর্যায় থেকে। নিয়োগের অনুমোদন হওয়ার পর আমরা কেবল ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড করি। কীভাবে এবং কোন প্রক্রিয়ায় নিয়োগ হয়, এটি সরকার বলতে পারবে। সরকারের সিদ্ধান্তেই তা বাতিল করা হয়েছে।’
সংবিধানে কী আছে
সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সম্পর্কে সংবিধানে বলা আছে, ‘সুপ্রীম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য অপসারিত হইবেন না।’ পিএসসি সূত্রে জানা গেছে, যেহেতু শপথ নেওয়ার আগেই নিয়োগ বাতিল করা হয়েছে তাই এই ছয়জনের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রয়োজন পড়ছে না। তবে গতকাল এ নিয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম মন্তব্য করতে রাজি হননি।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা যা বলছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শাফিউল ইসলাম সমকালকে বলেন, তৃতীয় দফায় ছয়জন সদস্য নিয়োগ দিয়ে সরকার পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার জায়গায় ‘গুড়ে বালি’ দিতে যাচ্ছিল। এখন অন্তত শেষ রক্ষা হলো।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, এ ঘটনা সরকারের ব্যর্থতা। কেন আগে গোয়েন্দা সংস্থা দিয়ে ভালোমতো খোঁজখবর করা হলো না? যোগ্য লোক বাছাই করলে আদেশ বাতিল করার দরকার হতো না। এটা সরকার ও নিয়োগপ্রাপ্ত– উভয়ের জন্যই বিব্রতকর। এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, আমেরিকায় এ ধরনের নিয়োগ দেওয়া হয় প্রাথমিকভাবে। তিন মাস পর তা কনফার্ম (নিয়োগ নিশ্চিত) করা হয়; যেন এর মধ্যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ, দুর্নীতি, দোষত্রুটি থাকলে তা জনগণ জানাতে পারে। আমাদের দেশে সেই পদ্ধতি নেই। তাই নিয়োগের আগে প্রকৃত যাচাইবাছাই জরুরি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে কাজে এসে ৫ দিন ধরে নিখোঁজ সিলেটের এক গ্রামের ৬ জন
কক্সবাজার শহরে রাজমিস্ত্রির কাজ করতে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন। সবার মুঠোফোনও বন্ধ রয়েছে।
পরিবারের সন্দেহ, মানব পাচারকারী চক্র ছয়জনকে কাজের কথা বলে টেকনাফে নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করেছে। কিংবা অপহরণকারী চক্রের ফাঁদে পড়ে তাঁরা কোথাও আটকা থাকতে পারেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
নিখোঁজ ছয়জন হলেন পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), একই গ্রামের মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আবদুল জলিল (৫৫)।
নিখোঁজ সবাই ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পরদিন কক্সবাজারে পৌঁছে সবাই পরিবারের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন। এরপর সবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘জকিগঞ্জের ছয়জন কাজের উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে নিখোঁজ থাকার ঘটনা জানতে পেরেছি। পরিবারের সদস্যরা থানায় এসে নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়েছেন। আমরা (পুলিশ) তাঁদের সহায়তা করে যাচ্ছি।’
ওসি বলেন, নিখোঁজ ছয়জনের মুঠোফোন ট্র্যাক করে দুজনের সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফে পাওয়া গেছে। পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কক্সবাজার ও টেকনাফে গেছেন।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জকিগঞ্জের ছয়জন নিখোঁজ থাকার বিষয়টি তিনি জেনেছেন। তবে আজ রাত আটটা পর্যন্ত কেউ নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অভিযোগ দেননি। পুলিশের অনুসন্ধান চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, টেকনাফে মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ এবং ট্রলারে সমুদ্রপথে মানব পাচার বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সাগর থেকে ২১৪ জনসহ মালয়েশিয়াগামী একটি ট্রলার জব্দ করেছে, যার অধিকাংশ রোহিঙ্গা নারী-পুরুষ ও কিশোরী।
নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আবদুল বাছিত সাংবাদিকদের জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছে সবাই মুঠোফোনে পরিবারকে অবগত করেন। সবাই কর্মস্থলে যাচ্ছেন বলে জানান। কিন্তু ১৭ এপ্রিল থেকে সন্ধান মিলছে না। সবার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমে বিষয়টি স্বাভাবিক ধরে নিলেও পাঁচ দিনেও কারও মুঠোফোন চালু না হওয়া পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। দুশ্চিন্তায় অনেকে দিশাহারা হয়ে পড়েন।
আবদুল বাছিত বলেন, নিখোঁজের বিষয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশ তাঁদের কক্সবাজারে এসে খোঁজখবর নিতে বলে। জকিগঞ্জ থানার পুলিশ কক্সবাজার ও টেকনাফ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
নিখোঁজ খালেদ হাসানের বাবা ও ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, নানাভাবে চেষ্টা করেও গত পাঁচ দিন তিনি ছেলেসহ নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ছেন তাঁর স্ত্রী।
সফর উদ্দিন বলেন, আগামীকাল টেকনাফ থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হবে। তাঁরাও আজ বিকেল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করে ব্যর্থ হয়েছেন।
চট্টগ্রামে একজন ঠিকাদারের অধীন নিখোঁজ ছয়জন কক্সবাজারে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যদের সন্দেহ, কাজের কথা বলে কেউ ছয়জনকে কৌশলে টেকনাফে নিয়ে জিম্মি করতে পারেন। অথবা জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের জন্য ট্রলারে তুলে দিতে পারেন। কিন্তু মুক্তিপণ দাবি করে সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ তাঁদের ফোন করেননি।