বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে পরামর্শ ছাড়া সাম্প্রতিক ভ্যাট ও অন্যান্য কর বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সোমবার এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে, ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে এবং দেশের ব্যবসা পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এ পদক্ষেপ ব্যবসার আর্থিক স্থিতিশীলতা এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা হুমকির মুখে ফেলতে পারে।

ফিকির প্রতিক্রিয়ায় আরও জানানো হয়, বিস্তৃত গবেষণা বা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ ছাড়া নীতি প্রণয়ন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে এবং ভবিষ্যৎ এফডিআই প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। উল্লেখযোগ্য নীতি পরিবর্তনের আগে স্টেকহোল্ডারদের সঙ্গে  সংলাপের অভাব দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা দিতে পারে এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্যতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। সংগঠনটি  সরকারের সাম্প্রতিক পরিবর্তনগুলো পুনর্বিবেচনা এবং পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেছে,  সরকারের এমন কৌশল নেওয়া উচিত, যা শিল্পগুলোকে তাদের বিক্রয় বাড়াতে উৎসাহিত করে। বিক্রয় বাড়লে স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব আহরণ বাড়বে।

ফিকি বলেছে, একটি অভিন্ন ভ্যাট হারের অধীনে যদি শতভাগ ইনপুট ভ্যাট পুনরুদ্ধারযোগ্য হয়, তাহলে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ালে এর প্রভাব ন্যূনতম হবে। যেসব ক্ষেত্রে ভ্যাট হার ১৫ শতাংশ করা হয়েছে, তার অনেক ক্ষেত্রে ইনপুট ভ্যাট পুনরুদ্ধার অযোগ্য। ফলে ক্ষতি এড়াতে শিল্পগুলো খরচ কমানোর চেষ্টা করলে সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়বে। এর চূড়ান্ত প্রভাব হবে ভোগ কমে যাওয়া, যা সামগ্রিক রাজস্ব কমাবে। ফলে  উচ্চ করের মাধ্যমে রাজস্ব বাড়ানোর কৌশল কার্যকর হবে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে। এটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (১ মার্চ) দুপুরে মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি সুজন। এ সময় শেখ হাসিনার স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণ আলেম প্রজন্ম ২৪–এর কার্যকরী পরিষদ গঠন
  • সমাজ বদলে শিক্ষার্থীদের ঐক্য-বন্ধন
  • বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ধরে রাখতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ
  • অস্ত্রবিরতির ঘোষণা পিকেকের, থামছে ৪০ বছরের সংঘাত
  • দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম