কমিটি পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি সুহৃদদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সুহৃদ বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান। বছরজুড়ে নানা কার্যক্রমের মধ্য দিয়ে সরব রয়েছেন কুষ্টিয়ার সুহৃদরা। সভায় সম্প্রতি সংগঠনের নানা কর্যক্রম তুলে ধরে নতুন বছরে নতুন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সুহৃদরা।
সভায় কুষ্টিয়া জেলা ও সরকারি কলেজ কমিটির সুহৃদরা অংশ নেন। শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় আসাদুজ্জামান বলেন, ‘সংগঠন করলে মানুষের জন্য কাজ করা যায়। একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে। যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সহজ হয়। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে সমকালের পথচলা। এ পথচলায় তরুণপ্রাণ পাঠকই সমকালের প্রাণ। সংবাদপত্রের পাঠক তথা দেশের সচেতন অংশ হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য দায়বদ্ধতা এড়ানোর কোনো সুযোগ নেই আমাদের। সুন্দর মানুষ হওয়ার পাশাপাশি সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে সমৃদ্ধ-সুন্দর এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে আমাদের।’
এ সময় উপস্থিত ছিলেন– সময়কালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, জেলা কমিটির যুগ্ম সম্পাদক এসএম সরোয়ার পারভেজ, সরকারি কলেজ কমিটির সভাপতি ওয়াছ করুনী ফারাবি, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সদস্য শাহিন আলম, আব্দুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, কুষ্টিয়া
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।
১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।