চট্টগ্রামে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো ঘিরে হামলা-ভাঙচুর মামলার আসামি ৬৩ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। 

সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আইনজীবীরা একসঙ্গে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীসহ এক ডজনের বেশি সিনিয়র আইনজীবী।

৬৩ জনের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে মিছিল করেন শতাধিক আইনজীবী। তাদের ইসকনবিরোধী স্লোগান দিতে দেখা যায়। জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। 

আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, চট্টগ্রাম আদালত এলাকার পাশেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আমিও ব্যথিত। জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। এ ঘটনা ঘিরে আরও তিনটি মামলা হয়। আলিফের ভাই বাদী হয়ে ভাঙচুরের মামলার আসামি ৬৩ আইনজীবীর জামিন শুনানি করতে জামিনের আবেদন করি। শুনানি শেষে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। সুব্রত চৌধুরী অভিযোগ করেন, আইনজীবীদের যে মামলায় আসামি করা হয়েছে, এর সঙ্গে তারা সম্পৃক্ত নন। অনেকে সেই দিন কোর্টেও ছিলেন না। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। আলামতও মামলায় দিতে পারেননি। আমরা বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরেছি।

বাদীর আইনজীবী মুহাম্মদ শামসুল আলম বলেন, আদালত যাদের জামিন দিয়েছেন, তারাই ঘটনার দিন উস্কানিদাতা ছিলেন। বিস্ফোরক আইনের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আসামিদের জামিনের নজির নেই। কিন্তু আজ আদালত এ মামলায় ৬৩ জন আসামির জামিন মঞ্জুর করেছেন। এ ধরনের আদেশে আমরা ক্ষুব্ধ।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়। এ ঘটনার জেরে তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশ ও পরে আইনজীবীদের সংর্ঘষ হয়। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সাইফুলের ভাই খানে আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে একই থানায় আরেকটি মামলা করেন। সেখানে ৬৬ আইনজীবীকে আসামি করা হয়। তার মধ্যে ৬৩ জন আজ জামিন পেয়েছেন। তিনজন অসুস্থ থাকায় জামিন নিতে আসেননি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।

বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’

আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’

এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবী

বার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’

ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে