রংপুর রাইডার্সের পেসার আকিফ জাভেদের করা ১৯তম ওভারের প্রথম বলটা গিয়ে আঘাত করল তাঁর পায়ে। উইকেটে লুটিয়ে পড়া মাহিদুল ইসলাম ফিজিওর শুশ্রূষা নিয়ে আবার ব্যাটিংয়ে দাঁড়িয়েও টিকতে পারেননি। আকিফের পরের বলটাই এলোমেলো করে দেয় তাঁর স্টাম্প।

আরও পড়ুনজাকের জানেন না, কী চলছিল জোন্স-মানসির মাথায়৩ ঘণ্টা আগে

খুলনা যেন ছন্দ হারিয়ে ফেলল তখনই। নতুন ব্যাটসম্যান ইমরুল কায়েস ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মারলেও পরের বলে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ১২ বলে ১৮ রানের সমীকরণ তখন ৬ বলে ১২ রানের। টি-টোয়েন্টি ম্যাচে সেটাও কঠিন কিছু নয়। কিন্তু কঠিন হলো তীরে এসে তরি ডোবানো খুলনার জন্য।
সাইফউদ্দিনের করা শেষ ওভারে ১২ রান করা তো দূরের কথা, স্নায়ুচাপে ভোগা খুলনা দুটি রান আউটসহ হারিয়ে বসল ৩ উইকেট, নিতে পারল মাত্র ৩ রান! রংপুরকে এবারের বিপিএলের প্রথম হারের স্বাদ দেওয়ার সম্ভাবনা জাগিয়েও উল্টো ৮ রানের পরাজয়ে নিজেরাই হারল টানা তিন ম্যাচ। ঢাকায় দুই ম্যাচ জিতে আসা খুলনা সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছে টানা তিন ম্যাচ হেরে। অন্যদিকে সিলেট পর্বের শেষ ম্যাচেও জিতে সাত ম্যাচে এখনো অপরাজিত শীর্ষে থাকা রংপুর।

৩৯ রান করেন খুলনা অধিনায়ক মিরাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ