চট্টগ্রামে তিন দিনের আইসিটি মেলা শুরু বুধবার
Published: 13th, January 2025 GMT
ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বুধবার তৃতীয়বারের মতো শুরু হবে চট্টগ্রাম আইসিটি ফেয়ার ২০২৫। তিন দিন চলবে এই মেলা। উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে সেমিনার ও আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। দ্বিতীয় দিন আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ ও লাইভ কনসার্ট হবে। শুক্রবার সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে মেলায়। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে মেলায়। সোমবার দুপুরে নগরের আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর পর আগ্রাবাদ থেকে গাড়িবহর সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি মেলার সদস্য সচিব রাজিব শাহরিয়ার বলেন, ‘চট্টগ্রামের আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রায় ২০০টির মতো কোম্পানির সেবা যারা গ্রহণ করেন, তাদের সঙ্গে সরাসরি একটি সম্পর্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলা কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজিম। উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, মিরাজুল ফয়েজ প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, ২ নারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সাব্বির আহম্মদকে উদ্ধার করা হয়।
এতে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল অভিযান শুরু করে। শুক্রবার (২৮) দুপুর ৩টার দিকে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত সাব্বির আহম্মদকে উদ্ধার করা হয়।
আইএসপিআর আরো জানায়, নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারের সময় সাব্বির আহম্মদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, দুই নারীকে নৌবাহিনী টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তারেকুর/বকুল