আমরা মালয়েশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য চাই: বাণিজ্য উপদেষ্টা
Published: 13th, January 2025 GMT
বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় এবং একইসঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (১৩ জানুয়ারি ) বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা অথমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতোমধ্যে কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের সাথে মুক্তি বাণিজ্য চুক্তির লক্ষে আলোচনা শুরু করেছে। মালয়েশিয়া ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রুত আলোচনা শুরু করা দরকার। এতে দুদেশই উপকৃত হবে।’’
বতর্মান প্রেক্ষাপটে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বহুবিধ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। দক্ষ জনশক্তির রপ্তানির মাধ্যমে আমরা সেখানে শক্ত অবস্থান তৈরি করতে চাই।’’
এ সময় তিনি বাংলাদেশে স্পেশাল ইকনোমিক জোনে আরো বেশি মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানান।
পামওয়েল রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘রমজান মাসে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা বেড়ে যায়। দেশে পামওয়েলের চাহিদা রয়েছে।’’
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, ‘‘মালয়েশিয়া ইলেকট্রিক চিপস ও সেমি কন্ডাক্টর খাতে বিপুল বিনিয়োগ করেছে। এ খাতে সেমি কন্ডাক্টর ডিজাইনারসহ প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। বাংলাদেশী শিক্ষার্থীদের আমরা প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে সেখানে কাজের সুযোগ করে দিতে চাই।’’
এ সময় তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে সহযোগিতা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।
মোহাম্মদ শোহাদা অথমান আরো বলেন, ‘‘বিশ্বব্যাপী হালাল ফুডের জনপ্রিয়তা বাড়ছে। মালয়েশিয়ায় হালাল ফুডের বাজার ১১৩ বিলয়ন ডলার। ২০৩১ সালে বিশ্বে এ বাজারের আকার দাড়াবে ৬ ট্রিলিয়ন ডলারে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উচিত হালাল ফুডের বাজার লক্ষ করে প্রস্তুতি নেওয়া।’’
এ সময় হাইকমিশনার হালাল ফুড প্রস্তুত ও সার্টিফিকেশনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ২৮৭৮.
হাসনাত//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলভারেজ–ছোঁয়ায় কি এবার আতলেতিকোর গল্প বদলে যাবে
চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ মানেই আতলেতিকো মাদ্রিদের কিছু দুঃসহ স্মৃতি। বারবার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ার গল্প। এবার সেই গল্পের প্লট পাল্টাতেই কোমর বেঁধে নেমেছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বীরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজে ভর করেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছে মাদ্রিদের ‘দ্বিতীয়’ দলটি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপে আতলেতিকোর এবার অন্য রকম কিছু করতে পারবে কি না, সেটির প্রথম পরীক্ষা আজ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটির মঞ্চ আজ রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যু। বাংলাদেশ সময় রাত দুইটায় ইউরোপীয় ‘মাদ্রিদ ডার্বি’তে মুখোমুখি হবে দুই দল।
তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে তিনবারই রানার্সআপ হয়েছে আতলেতিকো। ২০১৪ ও ২০১৬ সালে সর্বশেষ দুবার ফাইনালে উঠে দুবারই নগরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা জয়ের উৎসব করতে দেখেছে আতলেতিকো। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল থেকে এবং ২০১৭ সালে সেমিফাইনালেও রিয়ালের কাছে হেরেই বিদায় নিতে হয় দলটিকে।
অনুশীলনে হুলিয়ান আলভারেজ