নাসিক প্রশাসককে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারক লিপি প্রদান
Published: 13th, January 2025 GMT
বঙ্গবন্ধু সড়কস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন নির্মাণের সময় নিচতলার পূর্বাংশের পথচারী চলাচলের ফুটপাতের পুরো অংশটি বারান্দার সাথে বর্র্ধিত করে নির্মাণ করা হয়েছে।
সে কারনে কলরব স্কুল, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজ এর ছাত্র/ছাত্রী ও পথচারীদের চলাচল চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে তৎকালীন সাবেক মেয়রের সহিত যোগাযোগ করা হলে তিনি তা অপসারণের প্রতিশ্রুতি দিলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি।
বর্তমানে নতুন ভাবে সড়কে ড্রেনের সংস্কার কাজ শুরু হয়েছে। এই ড্রেন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর সম্মুখে এসে বরাবর সোজা উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে বাকা করে দখলীকৃত ফুটপাতকে পাশ কাটিয়ে মাটি খনন করা হচ্ছে। যা করলে শহরে আরো যানজটের সৃষ্টি হবে।
তাই অনতিবিলম্বে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত বর্ধিত অংশটি অপসারণ করে ড্রেনটি সোজা বরাবর নির্মাণ এবং ফুটপাতটি পথচারী ও ছাত্র/ছাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবীতে ১৩ জানুয়ারি সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে এক স্মারক লিপি প্রদান করা হয়। প্রশাসক মহোদয় সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
স্মারক লিপি প্রদানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সর্ব জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, যুগ্ম সম্পাদক পপি রানী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সহ সম্পাদক আবুল সরদার, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য ফয়সাল প্রমুখ।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।