বঙ্গবন্ধু সড়কস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন নির্মাণের সময় নিচতলার পূর্বাংশের পথচারী চলাচলের ফুটপাতের পুরো অংশটি বারান্দার সাথে বর্র্ধিত করে নির্মাণ করা হয়েছে।

সে কারনে কলরব স্কুল, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজ এর ছাত্র/ছাত্রী ও পথচারীদের চলাচল চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে তৎকালীন সাবেক মেয়রের সহিত যোগাযোগ করা হলে তিনি তা অপসারণের প্রতিশ্রুতি দিলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি।

বর্তমানে নতুন ভাবে সড়কে ড্রেনের সংস্কার কাজ শুরু হয়েছে। এই ড্রেন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর সম্মুখে এসে বরাবর সোজা উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে বাকা করে দখলীকৃত ফুটপাতকে পাশ কাটিয়ে মাটি খনন করা হচ্ছে।  যা করলে শহরে আরো যানজটের সৃষ্টি হবে।

তাই অনতিবিলম্বে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন এর নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত বর্ধিত অংশটি অপসারণ করে ড্রেনটি সোজা বরাবর নির্মাণ এবং ফুটপাতটি পথচারী ও ছাত্র/ছাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবীতে ১৩ জানুয়ারি সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে এক স্মারক লিপি প্রদান করা হয়। প্রশাসক মহোদয় সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। 


স্মারক লিপি প্রদানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সর্ব জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, যুগ্ম সম্পাদক পপি রানী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সহ সম্পাদক আবুল সরদার, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য ফয়সাল প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি