নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখি পোশাক শিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ইইউর বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড এডভাইজার আবু সাইদ বেলাল।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটার দিকে রাষ্ট্রদুত প্রথমে নারায়ণগঞ্জের মদনপুরে ইপিলিয়ন গ্রুপে যান। সেখানে পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বেলা সাড়ে বারোটায় নীট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএতে যান। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সাথে কথা বলেন।

এসময় তার সাথে কথা বলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গার্মেন্ট মালিকরা।

আলোচনায় বিকেএমইএর সভাপতি হাতেম মাইকেল মুলারকে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মান নিয়ে নানরকম ধারণা দেন। বাংলাদেশের তৈরী পোশাক বিশ্বের অন্যান্য দেশের উৎপাদিত পোশাক থেকে মানগত দিক দিয়ে অনেক ভালো।

পোশাক খাতে ব্যবহৃত মেশিন ও ক্যামিকেল সব বিশে^র উন্নত দেশগুলোতে আমদানি করা। যার কারণে পণ্যের গুণগত মান সব সময় বিদেশী ক্রেতার সকল চাহিদা পূরণ করতে পারে। 

এছাড়া বাংলাদেশ গার্মেন্ট পণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি এগিয়ে। দেশের পোশাক শিল্পের এসব দিক রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

পরে রাষ্ট্রদূত মাইকেল মুলার বিকেএমইএর নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, আমি আজকে বাংলাদেশের নীট ওয়ার সেক্টর পরিদর্শন করেছি। বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। কারখানার মালিক ও কর্মচারিদের সাথে আলাপ করেছি, কিভাবে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ককে এগিয়ে নেয়া যায়।

আমরা চাই বাংলাদেশে ধীরে ধীরে বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করুক।

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

রিকশাচালককে জুতাপেটা করলেন সমাজসেবা কর্মকর্তা

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল একজন রিকশাচালককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পায়ের জুতা খুলে রিকশাচালককে পিটিয়েও তার ক্ষোভ মেটেনি। গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে তিনি ওই রিকশাচালককে লাঠিপেটাও করেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনার সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনা গত ২ ফেব্রুয়ারি দুপুরের।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় চড়ে জাহিদ হাসান বাসার সামনে নামেন এবং ৩০ টাকা ভাড়া দেন। তখন ওই রিকশাচালক তাকে বলেন, ‘‘বলে উঠবেন’’ (ভাড়া ঠিক করে)। এসময় জাহিদ হাসান বলেন, ‘‘বলে উঠবোনি, কিন্তু ভাড়া ৩০ টাকার বেশি কেউ চায় না।’’ এসময় রিকশাচালক কিছু একটা বলেন। তখন পেছনে ঘুরে এসে জাহিদ হাসান বলেন, ‘‘...আরেকবার বলতেছো কেন? আরেকবার বল।’’ এরপরই তিনি পায়ের জুতা খুলে রিকশাচালকের মাথায় ও গালে মারতে থাকেন। হতবিহ্বল চালক রিকশার ওপরেই বসে থাকেন।

জাহিদ হাসান এসময় জুতা পরে নিয়ে পাশেই রাখা তার প্রাইভেটকারের দিকে যান। গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালককে মারতে থাকেন। কয়েকটি আঘাত রিকশায় লাগে। 

এসময় তিনি বলতে থাকেন, ‘‘আগা, আগা” (চলে যা)। তখন রিকশাচালক রিকশা নিয়ে দ্রুত চলে যান।

বিষয়টি নিয়ে কথা বলতে শুক্রবার দিনভর সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। তবে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জাহিদ হাসান নিজের বক্তব্য তুলে ধরেন।

জাহিদ হাসান লেখেন, ‘‘আমি জাজেস কোয়ার্টার ফাল্গুনির তিনতলায় থাকি। রাজশাহীর লক্ষ্মীপুর থেকে বাসায় গেটে এসে ৩০ টাকা ভাড়া দিয়েছি। সে আরও ১০০ টাকা লুঙ্গি কিনতে চায়। আমি তাকে নাই বলে নিষেধ করি। সে বার বার বলে। শেষে ভাড়া দিয়ে নেমে আসার সময় আমাকে ছোট ছোট করে লাট সাহেব বলে গালি দিলে আমি পরবর্তী ঘটনা ঘটাই। আমি অত্যন্ত অন্যায় করেছি। পরবর্তীতে আমি রিকশায় বেত দিয়ে আঘাত করি। তারপরও সে ভয় পাই নাই।”

জাহিদ হাসানের স্ত্রী রাজশাহীর একজন বিচারক। নগরের রাজপাড়া থানা এলাকার ওই কোয়ার্টারে বিচারকেরা পরিবারসহ থাকেন। ওই ঘটনার ফুটেজ একজন বিচারক তার ব্যক্তিগত সিসি ক্যামেরা থেকে ফাঁস করেছেন বলে জাহিদ হাসান দাবি করেন। 

তিনি লেখেন, “ঘটনার ফুটেজ ওই বিচারক সমাজসেবা অধিদপ্তরকে দিয়েছিলেন। কিন্তু বিষয়টি ব্যক্তিগত ইস্যু বলে ‘ডিপার্টমেন্ট’ এগোয়নি। ওই বিচারক এটি ভাইরাল করেন।”

বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আরাফাত আমিন আজিজ বলেন, ‘‘বিষয়টা অবশ্যই দুঃখজনক। সমাজসেবা অফিস অন্য ডিপার্টমেন্টে। তারপরও বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা যেভাবে চিন্তা করে সেভাবে করবে।’’

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ রকম কোনো বিষয় তার জানা নেই। রিকশাচালক কোনো অভিযোগ করেননি।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন বলেন, ‘‘ভিডিওটা একটু আগেই দেখলাম। বিষয়টা নিয়ে জাহিদ হাসানের সঙ্গে কথা বলতে হবে। এখনও কথা বলিনি।” 

এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘দেখি, আগে কথা বলি। আমাদের বিভাগীয় পরিচালক স্যারও আছেন। আলাপ করে দেখি।’’

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রমজানকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের মিছিল
  • রিকশাচালককে জুতাপেটা করলেন সমাজসেবা কর্মকর্তা
  • বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন
  • পার্বত্য উপদেষ্টার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, সহযোগিতার আশ্বাস
  • খুলনায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ, রিভলভার উদ্ধার  
  • সিদ্ধিরগঞ্জে যুবককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ, রিভলভার উদ্ধার  
  • প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের অবিচ্ছেদ্য অংশ : ডিসি জাহিদুল
  • কাঠেরপুলে মাদক চক্রের শেল্টারদাতা কাস্টম কর্মকর্তা মারুফের বিরুদ্ধে বিক্ষোভ
  • কাঠেরপুলে মাদক চক্রের শেল্টারদাতা কাস্টম কর্মকর মারুফের বিরুদ্ধে বিক্ষোভ