বিদায়ী ডিসির সাথে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
Published: 13th, January 2025 GMT
বদলীজনিত বিদায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পরিবহন নেতা সাখাওয়াত হোসেন রানা'র নেতৃত্বে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় সাখাওয়াত হোসেন রানা বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ডিসির কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠা এবং মানবিকতায় আমরা মুগ্ধ। তার মতো ডিসি যদি প্রতিটি জেলায় থাকতো তাহলে মানুষ অতি সহজেই সেবা পেত। নারায়ণগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক গত দেড় বছরে সরকারি দায়িত্ব পালন করতে এসে সকল শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তার বদলির খবর শুনে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক যোগদান করেই তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যখনি কোথাও কোনও সংকট দেখেছেন তিনি ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে।
প্রশাসনের কর্তা-ব্যক্তি ছাড়াও নারায়ণগঞ্জের সাধারণ মানুষদেরও আস্থার যায়গা ছিল মোহাম্মদ মাহমুদুল হক। একই সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমরা জেলা প্রশাসকের সাফল্য কামনা করি।
নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, শ্রমিক দলের নেতা মো.
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।