জেলা ছাত্রদলনেতা রওনকের পিতা আর নেই
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ -সভাপতি নাইমুর রওনক খানের পিতা আব্দুস সোবহান খান ইন্তেকাল করেছেন।
রোববার বাদ মাগরিব দেলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার মরহুমের জানাজা ফতুল্লা দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমের জানাজায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন শেষে মরহুম আব্দুস সোবহান খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাইমুর রওনক খান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ৫ই আগস্ট যাত্রাবাড়ীতে আওয়ামীলীগ ও পুলিশ বাহিনীর হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ইদানীং দেখা যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে গুপ্ত ও চোরা মিছিল করছে।
আমি মহানগর বিএনপির নেতাকর্মীদের বলতে চাই নারায়ণগঞ্জ মহানগরে এই ফ্যাসিস্টের দোসররা কোথায় যেন কোন গুপ্ত চোরা মিছিল ও পিকেটিং করতে না পারে।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন টিপু।
তিনি আরো বলেন, আপনারা যার যার ইউনিয়ন এবং ওয়ার্ডে সচেতন থাকবেন। যেখানেই এ ধরনের মিছিল হবে সেখানে শুধু পিট্টি আর পিট্টি। কোন কথা হবে না। তাদের যেকোন ভাবে হোক দমন করতে হবে।
স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কবর রচনার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সচেষ্ট থাকবেন। তাদেরকে পিট্টি দেয়ার জন্য প্রস্তুতি নিন।