বন্দরের পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
Published: 13th, January 2025 GMT
বন্দরে অন্যের জমি জবর দখলের জন্য পুকুরের বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে ।
গত রোববার (১২ জানুয়ারি) বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। মৎস্য খামারি অভিযোগ বন্দরের মিনারবাড়ি লম্বাদরদী এলাকায় স্থানীয় সেলিম মিয়া সহ কয়েক জনের ক্রয়কৃত জমি ও পুকুর স্থানীয় শাহরিয়া, আশরাফুল,আওলাদ, আফজাল ও সালে আহাম্মদ গং জমিতে থাকা সাইনবোর্ড গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়।
এ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও স্থানীয় ভ’মিদস্যুরা জমি ও পুকুর দখলের জন্য সাইনবোড় কেটে নেয়া ও পুকুর বিষ ঢেলে মাছ নিধণ করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যপারে সেলিম মিয়া জানান, ভ’মিদস্যু চক্র ৫০/৬০ জনের একটি দল চর দখরের মত পুকুর পাড়ের সাইনবোর্ডটি পিলারসহ গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ৪০০ ছাড়াল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ৬২ জন নিহত ও ৫ হাজার ৩৭৫ জন আহত হন।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।