Samakal:
2025-02-05@12:59:07 GMT

শীতে উষ্ণতার পরশ

Published: 13th, January 2025 GMT

শীতে উষ্ণতার পরশ

দেশজুড়ে শীতের দাপটে নিদারুণ কষ্টে দিন যাপন করছে ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। এসব মানুষের কথা চিন্তা করে বরাবরের মতো এবারও সুহৃদরা শুরু করেছেন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এর ধারাবাহিকতায় সম্প্রতি বগুড়া, ফরিদপুর ও কুড়িগ্রামের রাজারহাটে শীতার্তদের কম্বল দেওয়া হয় 

বগুড়া
আসলাম হোসাইন 
শীত প্রকৃতির সৌন্দর্য হলেও, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটি মোকাবিলা করা কঠিন বিষয়। শীত নিবারণের এ কঠিন চ্যালেঞ্জে পাশে দাঁড়িয়েছে সুহৃদ সমাবেশ। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বগুড়ার মালতিনগর অন্ধ ইয়াতিম হাফিজিয়া মাদ্রাসার অন্ধ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বগুড়ার সুহৃদরা। এ উদ্যোগে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সহকারী অধ্যাপক (চক্ষু) ও সুহৃদ উপদেষ্টা ডা.

পল্লব কুমার সেন। কর্মসূচিতে ছিলেন– সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, সমকাল উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, সমকাল বগুড়া ব্যুরোপ্রধান এসএম কাউসার, বগুড়া সুহৃদ সভাপতি আবু মোতালেব মানিক, সহসভাপতি মশিউর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, অর্থ সম্পাদক চন্দন কুমার গুপ্ত, দপ্তর সম্পাদক মানিক রতন ঘোষ, প্রচার সম্পাদক রিগান হাসান এবং জ্যেষ্ঠ সদস্য রাকিব রেদওয়ান, শাহনেওয়াজ শাওন ও ইমরান হোসেন। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শীতের তীব্রতা বেড়েছে; সঙ্গে মানুষের দুর্ভোগও। এ পরিস্থিতিতে বগুড়ার সুহৃদরা নিজ উদ্যোগে শীতার্তদের জন্য কিছু করা চেষ্টা করেছেন।’
সাধারণ সম্পাদক সমকাল সুহৃদ সমাবেশ, বগুড়া

ফরিদপুর
আবরাব নাদিম ইতু
কনকনে ঠান্ডা কেড়ে নিয়েছে তাঁর ঘুম, জীবনকে করে তুলেছে অভিশপ্ত। কখনও দিনভর ঘন কুয়াশা, কখনও সকালের হিম বাতাস– এর মধ্যেই বর্ণনাহীন কষ্টে এবার শীত পার করছে রাস্তার ধারে অনেক অসহায় মানুষ। অর্থাভাবে নেই শীত নিবারণের কাপড়, বিছানা। রাত কাটে বসে, জেগে থেকে। আয়শার মতো এমন অসংখ্য বাস্তুভিটাহীন লোকের বাস দেশের বিভিন্ন এলাকায়। এমন অসহায় কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের সুহৃদরা। এর মধ্য দিয়ে ফরিদপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হলো। 
সম্প্রতি ফরিদপুর রেলস্টেশন-সংলগ্ন এবং আদালত চত্বর এলাকায় শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে ছুটে যান সুহৃদরা। এ কার্যক্রমে যুক্ত হন ফরিদপুর সুহৃদ সমাবেশের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহসভাপতি মিরান ফকির, অনিক, লাফিম ও দীপ্ত। শহরের অনেক অঞ্চলের শীতার্ত মানুষেরা অসহায় থাকলেও, এ দুটি স্থানে নিম্ন আয়ের মানুষ রাতে ঘুমায়। তাই তাদের কথা বিবেচনা করে এ শীতবস্ত্র দেওয়ার কর্মসূচি শুরু হলো। কর্মসূচির আলোকে অধিক সংখ্যক মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে দ্রুতই একটি সভা করার বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সুহৃদরা কার্যক্রম শেষ করেন।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, ফরিদপুর

রায়গঞ্জ 
মামুনর রশিদ 
উত্তরের জেলা সিরাজগঞ্জের রায়গঞ্জে শীতের প্রকোপ একটু বেশি। এই শীতে দুস্থ ও অসহায় মানুষের মানবেতর জীবনে একটু উষ্ণতা দিতে অর্ধশত মানুষের পাশে দাঁড়ান সুহৃদরা। সম্প্রতি উপজেলা প্রেস ক্লাবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সাংবাদিক রাম সরকার বিপ্লব, আল আমিন, সুহৃদ যুগ্ম আহ্বায়ক তানভীর অনিক, সুহৃদ অনিক রায়সহ অনেকে উপস্থিত ছিলেন। 
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে জেলা-উপজেলায় নাগরিক কমিটি গঠনের সুপারিশ 

বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে একটি করে ‘জেলা নাগরিক কমিটি’ ও উপজেলা নাগরিক কমিটি’ গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশন সুপারিশে বলেছে, এ কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। ‘নাগরিক কমিটি’ সরকারি পরিষেবা সম্পর্কে চার মাস অন্তর নিজেদের মধ্যে সভা করবে এবং তার কার্যবিবরণী জেলা কমিশনারের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানের কাছে পাঠাবে।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। একই সঙ্গে কমিশন চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে। এ ছাড়া কমিশন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। সুপারিশে মন্ত্রণালয় ২৫টি ও অধিদপ্তর ৪৪টি করার প্রস্তাব রয়েছে।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে ভারতের নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে।

গত অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। আজ দেওয়া হলো আরও দুটি সংস্কার কমিশনের প্রতিবেদন।

সম্পর্কিত নিবন্ধ