গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্যের শূন্য আসনে ভর্তির তারিখ ঘোষণা করেছে প্রশাসন। আগামী ১৫ জানুয়ারি ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অনুষদভুক্ত (বিভিন্ন ইউনিটে) বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগের শূন্য আসনে ইউনিট ভিত্তিক মেধাক্রম অনুযায়ী (আসন খালি থাকা সাপেক্ষে) আগামী ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। 

ভর্তির জন্য শিক্ষার্থীদের গুচ্ছের ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, ইউনিট ভিত্তিক চয়েস ফরম অনলাইন থেকে সংগ্রহ করে প্রিন্ট কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্রোফাইলে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং ব্যাংকে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে। 

নির্ধারিত তারিখে ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি জমা প্রদান না করলে পরবর্তীতে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। মেধাক্রম অনুযায়ি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পাওয়া না গেলে পরবর্তী মেধাক্রম থেকে শূন্য আসনে ভর্তি করানো হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমাজবিজ্ঞান বিভাগে পাঁচটি, বাংলায় ১০টি, সমাজকর্মে ১২টি, শিক্ষা বিভাগে ১৭টি, শিক্ষা প্রশাসনে দুইটি ও  ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে তিনটি,শিক্ষা বিভাগে তিনটি ও শিক্ষা প্রশাসনে একটি আসন শূন্য রয়েছে।

এ ইউনিটে ৪৯টি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ১৯৪৬২ থেকে ২২০৯৪ পর্যন্ত ৫০০ জন, বি ইউনিটে তিনটি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ৩৬০৩ থেকে ৪২৫৮ পর্যন্ত ৩০ জন এবং সি ইউনিটে একটি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ৬১১৮ থেকে ৬৫৫৭ পর্যন্ত ৭০ জনকে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

আইপিএলে বাউন্ডারি বড় করার পরামর্শ গাভাস্কারের

আইপিএল মানেই রানের বন্যা। ফ্ল্যাট পিচ, ছোট বাউন্ডারি আর ব্যাটসম্যানদের অনুকূল কন্ডিশন যেন বোলারদের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ধারাবাহিকভাবে উচ্চ স্কোরিং ম্যাচ দেখে ক্রিকেট বিশ্লেষকরা এখন ভারসাম্য আনার পরামর্শ দিচ্ছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্লেষক সুনীল গাভাস্কার সেই তালিকায় যোগ দিয়ে মাঠের আকার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।  

গাভাস্কার মনে করেন, আইপিএলে বোলারদের জন্য কিছুটা সুবিধা আনতে হলে বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানো প্রয়োজন। তার মতে, এলইডি বিজ্ঞাপন বোর্ডের পেছনে যথেষ্ট জায়গা রয়েছে, যা পেছনে সরিয়ে বাউন্ডারির লাইন কয়েক মিটার বাড়ানো যেতে পারে।  

মিড ডে-তে লেখা এক কলামে গাভাস্কার বলেন, ‘পাওয়ারপ্লেতে ব্যাটসম্যানদের খেলার ধরনে পরিবর্তন এসেছে, কিন্তু বাউন্ডারির আকার সেই আগের মতোই রয়ে গেছে। অনেক ছক্কা মাত্র কয়েক ইঞ্চির জন্য বাউন্ডারি পার হয়। যদি বাউন্ডারি কয়েক মিটার পেছনে থাকত, তাহলে হয়তো অনেক শট ক্যাচে পরিণত হতো এবং বোলাররা উইকেট পেতেন।’  

চলতি আইপিএলে প্রথম ১১ ম্যাচের মধ্যে ৬টিতে দলীয় স্কোর ২০০ ছাড়িয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচেই ২৮৬ রান করেছিল, যা ব্যাটিং-বান্ধব কন্ডিশনের প্রমাণ।  

এছাড়া, আইপিএলের অর্থনৈতিক দিক নিয়েও কথা বলেছেন গাভাস্কার। তিনি মনে করেন, ম্যাচ-পরবর্তী খেলোয়াড়দের পুরস্কারের অর্থও সময়ের সঙ্গে বাড়ানো উচিত। তিনি লেখেন, ‘২০০৮ সালের প্রথম আসর থেকে আইপিএলের রাজস্ব অনেক বেড়েছে, কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারের অর্থ এখনও অপরিবর্তিত রয়েছে।’  

তিনি আরও যোগ করেন, ‘যখন সন্তান স্কুল থেকে কলেজে ওঠে, তখন বাবা-মা তার পকেট খরচ বাড়িয়ে দেন। আইপিএলও এখন পরিণত হয়েছে, তাহলে পুরস্কারের পরিমাণও কি বাড়ানো উচিত নয়?’  

গাভাস্কারের মতে, আইপিএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে হলে বোলারদের জন্য কিছু সুবিধা নিশ্চিত করা জরুরি। বাউন্ডারির আকার বাড়ানোর পাশাপাশি ম্যাচ-পরবর্তী পুরস্কারের বিষয়েও নজর দেওয়া উচিত আয়োজকদের।

সম্পর্কিত নিবন্ধ

  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • ২০১২ সালেও সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ড. ইউনূস: খলিলুর
  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ
  • তাপসের দখল করা জমি ফেরত পাচ্ছে না জেলা পরিষদ
  • জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি
  • মিয়ানমারে গেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
  • উদ্ধারকাজে সহায়তায় মিয়ানমারে গেল ফায়ার সার্ভিসের ১০ সদস্যের দল
  • ঋণের অর্থছাড় নিয়ে আলোচনায় ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল
  • আইপিএলে বাউন্ডারি বড় করার পরামর্শ গাভাস্কারের