বার্সার ট্রফি ক্যাবিনেটে যেভাবে ১০০
Published: 13th, January 2025 GMT
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর গত দুই বছরে আরও সমৃদ্ধ হয়েছে দলটির ট্রফি ক্যাবিনেট।
তবে কাছাকাছি গিয়েও ১০০ ট্রফি জয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ফুরোল তাদের। রিয়ালকে হারিয়েই এবার ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে কাতালান ক্লাবটি।
গতকাল রাতের আগপর্যন্ত আঞ্চলিক ট্রফি বাদ দিয়ে বার্সার ট্রফির সংখ্যা ছিল ৯৯। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে নিজেদের শততম ট্রফিটি জিতে নিল কাতালান ক্লাবটি।
বার্সেলোনার ১০০ ট্রফিক্লাব হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ১২৫ বছর পর এসে কাঙ্ক্ষিত এই তিন অঙ্কের দেখা পেল ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল পরাশক্তি। এই ট্রফি দিয়ে মাইলফলক স্পর্শ করার পাশাপাশি শিরোপা–খরাও ঘোচাল বার্সা। আগের মৌসুমটা খালি হাতেই কেটেছিল তাদের। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে লা লিগা জিতেছিল বার্সা।
আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ৬ ঘণ্টা আগেজেদ্দার দুর্দান্ত পারফরম্যান্সে সুপার কাপের শিরোপার সংখ্যায়ও রিয়ালের সঙ্গে দূরত্ব বাড়াল বার্সা। এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে তারা।
গত রাতের ফাইনালে জিতলে বার্সাকে ছুঁয়ে ফেলত রিয়াল। কিন্তু রিয়ালকে সেই লক্ষ্য পূরণ করতে দিল না হান্সি ফ্লিকের দল। শিরোপা পুনরুদ্ধার করে পার্থক্যটা আরেকটু বাড়িয়ে নিল তারা।
বার্সেলোনার ক্যাবিনেটে এভাবেই ট্রফিগুলো সাজিয়ে রাখা হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯৯ দোররার ভয়, না নিরাপত্তাশঙ্কা—রোনালদো কেন ইরানে যাননি
আজ রাতে তেহরানে ইরানি ক্লাব ইসতেগলালের মুখোমুখি হবে সৌদি আরবের আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন না। গতকাল আল নাসর ইরানে পৌঁছালেও রোনালদো যাননি।
কেন যাননি, এ নিয়ে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে। কোনো গণমাধ্যম বলছে, ইরানে গেলে ৯৯ দোররা ভোগ করতে হতে পারে, কেউ বলছে তেহরানে রোনালদোর নিরাপত্তার শঙ্কা আছে। আবার চোটের খবরও পাওয়া যাচ্ছে।
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন শনিবার সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সাধারণত, রোনালদোর মতো তারকারা বিভিন্ন কারণে লিগের ম্যাচ মিস করলেও মহাদেশীয় প্রতিযোগিতা মিস করতে চান না। আর এবারের প্রো লিগে অবস্থান ভালো না থাকায় (চতুর্থ) এএফসি চ্যাম্পিয়নস লিগেই বেশি মনোযোগ আল নাসরের। তার ওপর প্রতিপক্ষের মাঠে খেলা বলে রোনালদোর মতো তারকাকে দলে পেতে চাইবেন যেকোনো কোচই।
এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যমে যে স্কোয়াড প্রকাশ করেছে, সেখানে রোনালদোর নাম নেই। কেন নেই—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি গণমাধ্যমের খবরে ৯৯ দোররার কথা বলা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের হয়ে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। ওই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুমু খেতে দেখা গেছে রোনালদোকে। এ ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুনরোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে—বললেন দি মারিয়া১৩ ফেব্রুয়ারি ২০২৫মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়, ইরানের আইন অনুসারে রোনালদোর ওই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে পরিগণিত। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের ওই ঘটনার শাস্তি হতে পারে বলে রোনালদো সেখানে যাননি। তবে এ বিষয়ে কোনো সূত্রের উল্লেখ করেনি মার্কা।
আল নাসর এবারের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে, তবে সংস্থাটি তাতে রাজি হয়নি বলেও খবরে বলা হয়েছে।
দলের অন্যদের সঙ্গে তেহরানে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো।