বলিউডের নবাগত অভিনেত্রী তৃপ্তি দিমরি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন তা প্রথম বোঝা গিয়েছিল ‘অ্যানিম্যাল’ সিনেমায়। পর্দায় রণবীরের সঙ্গে তৃপ্তি ঘনিষ্ঠ অভিনয় নিয়ে যেমন দর্শকের মধ্যে উত্তাপ ছড়িয়ে তেমনি বক্স অফিসে ছবিটি সাফল্যের তকমাও পেয়েছে। ফলে আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘অ্যানিমেল’ সিনেমার পর রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী।

‘অ্যানিমেল’র পর এই জুটি দর্শক চাহিদার প্রথমদিকে ছিল। সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয়বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতেও তিনি সফল। কিন্তু কার্তিকের সঙ্গে পর্দার প্রেম রণবীরের মতো জমে ওঠেনি।

এরপর শোনা যাচ্ছিল, ‘আশিকি ৩’ ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি। কিন্তু সেটা আর হচ্ছে না। এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ বসু।

‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে। কথাবার্তাও সেই অনুযায়ী এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি।

কারণ নিয়ে সিনেমার সংশ্লিষ্টরা জানান, এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি অনেক সাহসী। সেই কারণেই পরিচালক নাকি তাকে বাদ দিয়েছেন। যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।

নির্মাতা অনুরাগ বসু ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই তত্ত্বের একেবারেই কোনও ভিত্তি নেই। তাকে নিয়ে যে কথা হচ্ছে তৃপ্তি নিজেও সেটা খুব ভাল করে জানেন।’

এই জল্পনাও শোনা গিয়েছে যে, ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছেন অভিনেত্রী সারা আলি খানকে। যদিও সাইফকন্যার সঙ্গে একটা অতীত রয়েছে কার্তিকের। তবে কি ছবির স্বার্থে তাদের পুরানো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা মারা গেছেন কি-না পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শী প্রাইভেটকারচালক আহসান হাবিব সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই তরুণ। একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা তরুণ ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি চুরমার যায়। আহত চালক ফ্লাইওভারে পড়েছিলেন। তার অবস্থাও ছিল আশঙ্কাজনক। সংঘর্ষের পর গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। 

নাইম মাহমুদ নামে আরেক প্রত্যক্ষদর্শী ফেসবুকে প্রায় একইরকম বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, একজন ঘটনাস্থলেই মারা যান। জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে বারবার কল দেওয়া হয়। তবে তারা সাড়া দিতে অনেক দেরি করে। পরে কিছু লোক পল্লবী থানায় যায়। তবে ততক্ষণে থানা পুলিশ রওনা হয়ে গিয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর।

সম্পর্কিত নিবন্ধ