শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত
Published: 13th, January 2025 GMT
শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দেশের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বার্থেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে গ্যাস–সংকট উত্তরণের উপায় খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির এই প্রস্তাবে ইতিমধ্যেই দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের শাসনামলে সাতবার গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত ২০২৩ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম ১৫০ শতাংশের বেশি বাড়িয়েছে। গ্যাসের সংকটের কারণে তখন শিল্পকারখানা রেশনিং পদ্ধতিতে চলত। বর্তমানেও গ্যাসের সংকট চলছে। এই সংকট উত্তরণের জন্য দেশের সব সম্ভাবনাময় জায়গায় গ্যাস কূপ খনন করা প্রয়োজন। সঙ্গে সঙ্গে বিদেশ থেকে গ্যাস আমদানি করে অতি দ্রুত গ্যাস–সংকট দূর করা দরকার। মূল্য বৃদ্ধি করে গ্যাস–সংকটের সমাধান করা যাবে না। বরং সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতিকে কলঙ্কমুক্ত করতে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার: মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সব কটি অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতা-কর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম, খুন, নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি প্রতিশোধে বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার।’
আজ সোমবার দুপুরে খুলনা নগরের খানজাহান আলী সড়কের তারের পুকুর এলাকায় জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ২০১৬ সালের ডিসেম্বরে পুলিশ এই কার্যালয় বন্ধ করে দিয়েছিল।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতী কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মহানগরীর আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির নজিবুর রহমান, সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন, সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি রাকিব হাসান প্রমুখ।