নাহিদ রানাকে নিয়ে যে সতর্কবার্তা দিলেন অ্যামব্রোস
Published: 13th, January 2025 GMT
ঈশপের গল্পে সেই কৃষকের সোনার ডিম পাড়া রাজহাঁসকে তো মনে আছে? লোভে পড়ে প্রতিদিন সোনার ডিম পাড়া হাঁসটির পেট কেটে একবারে সব ডিম পেতে চেয়েছিল সেই কৃষক। পরিণতি সবারই জানা।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসের কাছেও নাহিদ রানা এক অর্থে সেই সোনার ডিম পাড়া রাজহাঁস। সরাসরি কথাটা না বললেও ভবিষ্যতের জন্য ‘দারুণ সম্পদ’ তো তেমন কিছুই বোঝায়। প্রশ্ন হলো, নাহিদকে নিয়ে কি লোভে পড়ছে বাংলাদেশ ক্রিকেট? উত্তর দেওয়ার সময় এখনো হয়তো আসেনি। তবে অ্যামব্রোস কিন্তু এখনই সতর্ক করে দিলেন।
আরও পড়ুনজাকের জানেন না, কী চলছিল জোন্স-মানসির মাথায়৪৪ মিনিট আগেরানার বয়স মাত্র ২২ বছর। তাঁর বোলিংয়ের গতিটাই সম্পদ। ১৫০–এর আশপাশে বোলিং করতে পারা পেসার যেকোনো দলের কাছেই দারুণ প্রত্যাশিত। কিন্তু সেই প্রত্যাশার প্রতিদানের পুরোটা পেতে এই তরুণ পেসারের যত্নও তো নিতে হবে। অতি ব্যবহারে আগেভাগেই সব নিঃশেষ করে নিলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা পেসার হিসেবে স্বীকৃত অ্যামব্রোস ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলেছেন। বিপিএলে এবার তৃতীয়বারের মতো ধারাভাষ্য দিতে এসেছেন কিংবদন্তি।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার
সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভূক্তভোগী সাদিয়া আক্তার বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ মাদকাসক্ত স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করলেও তার মা মনোয়ারা বেগম (৬০) পলাতক রয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত উজ্জলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ভূক্তভোগী সাদিয়ার মা জানান, মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে উজ্জলের সঙ্গে তার মেয়ে সাদিয়াকে দুই বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য সাদিয়াকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
গত বুধবার বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে৷
তিনি আরও জানান, উজ্জল মাদকাসক্ত। তাকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদক সেবন করছে। মাদকাসক্ত অবস্থায় তার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে আবার অত্যাচার শুরু করে শাশুড়ি।
পরবর্তী এলাকাবাসী তার মোবাইলে বিষয়টি জানালে শশুর বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তার মেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে হত্যা চেষ্টার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভূক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।