শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় চলে এসেছে ভাবা ভুল হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন। 

মোশারফ হোসেন বলেন, ‘‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে, মানেই বিএনপি ক্ষমতা পেয়ে গেছে; তা ভেবে রাজপথ ছেড়ে ঘরে বসে থাকলে চরম ভুল হবে। তাই সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে।’’

সোমবার (১৩ জানুয়ারি) চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

সাঁথিয়ায় বিএনপি নেতা শামসুর রহমান বহিষ্কার

যশোরে বিএনপির মিলনমেলা

মোশারফ হোসেন বলেন, ‘‘এই রাষ্ট্র কীভাবে চলবে, সেই রূপরেখা ৩১ দফায় তুলে ধরা হয়েছে। বিএনপিসহ অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা মুখস্ত রাখতে হবে। একইসঙ্গে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার পক্ষে জনমত গঠনে দাবিগুলো পৌঁছে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ক্ষমতায় এসে যোগ্য জনপ্রতিনিধি দ্বারা এ রাষ্ট্র পরিচালনা হবে।’’

এ দিন বিকেলে চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিদ্যাবতি খাল সড়ক, ছৈয়াল বাড়ী, মাঝি বাড়ী, মোল্লাবাড়ী, প্রফেসর পাড়া, জিয়া হোস্টেল ও চিত্রলেখা মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে ৩১ দফা সম্বলিত দলীয় লিফলেট বিতরণ করা হয়।

এতে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ।

চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নার্গিস খান, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরন মাঝি, কাইয়ুম খান প্রমুখ।
 

ঢাকা/জয়/বকুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনে ৩ সিট পাইত না, কিন্তু টেংগের উপরে টেং তুইল্লা বড় বড় কথা কয়’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘উনারা নির্বাচন দিব আইজকা গিয়া কালকে, পরশু গিয়া শুক্রবার। তারা মনে করতেছে, ইলেকশন যদি না দেওয়া লাগে। না না ইলেকশন লাগবো, ফজলুর রহমান যদি জীবিত থাকে; তাহলে ইলেকশন কইরা ছাড়বো।’ তিনি বলেন, ‘নির্বাচনে ৩ সিট পাইত না, কিন্তু টেংগের উপরে টেং তুইল্লা বড় বড় কথা কয়।’ 

বুধবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘এ দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, আমরা বাঁচিয়ে রাখবো। রাজাকারের হাতে এই দেশ ছেড়ে দিবো না। আপনারা যদি ভাবেন, রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবে, ভুলে যান। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাবো, এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ।’

পথসভায় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ (জুয়েল) উপজেলা বিএনপির নেতারা। 

এর আগে জনসভায় ফজলুর রহমান জামায়াতের উদ্দেশে বলেন, ‘একলা নির্বাচন করলে ৩টা সিট পাবে না, কিন্তু ৩০০ সিটের পাওয়ার দেখাইতেছে। প্রশাসন দখল করে বসছে। দুই পারসেন্ট লোক নাই। পায়ের ওপর পা তুলে কথা বলে। ইউএনও, ডিসি চলে তার কথায়। প্রশাসন চলে তাদের কথায়।’ 
 
তিনি আরও বলেন, ‘বাপের বেটা অইলে ইলেকশনে আসো। ইলেকশনে দেখা যাবে, বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়। তখন বেটাগিরি করো।’

ফজলুর রহমান আরও বলেন, ‘আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎভাইয়ের সন্তানেরা আইছে। এরা কারা? যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে। মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার-আলবদর ছিল। তৌহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন? মারেন, আমার কপালেও মারেন। কারণ, এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনে ৩ সিট পাইত না, কিন্তু টেংগের উপরে টেং তুইল্লা বড় বড় কথা কয়’