সিদ্ধিরগঞ্জে প্রিয়ম কাঁচপুরীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মাহফিল
Published: 13th, January 2025 GMT
প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর সুযোগ্য পুত্র প্রিয়ম কাঁচপুরীর ৩৩ তম জন্মদিনে উপলক্ষ্যে ও তাঁর সুস্বাস্থ্য কামানায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসার অসহায় এতিম শিশুদের নিয়ে দোয়া কোরআন খানি ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।
সোমবার (১৩ ই জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবনে প্রিয়ম টাওয়ারে আয়োজন করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের আয়োজন চলবে বলে জানান হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচপুরী।
হাবিব উল্লাহ কাঁচপুরী বলেন, আমার একমাত্র সন্তান প্রিয়ম কাঁচপুরী আমাদের ঘর আলোকিত করে এ দিনে আমাদের মাঝে এসেছেন। আমার ছেলের আজ ৩৩ তম জন্মদিন।
ছেলের সুস্বাস্থ্য কামনায় আজ সোমবার বিভিন্ন মাদ্রাসার এতিম অসহায় শিশুদের নিয়ে দোয়া, কোরআনা খতম ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। আমার প্রানপ্রিয় সন্তান আলহাজ্ব প্রিয়ম কাচপুরীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন হাবিব উল্লাহ কাচপুরী।
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।