সিদ্ধিরগঞ্জে প্রিয়ম কাঁচপুরীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মাহফিল
Published: 13th, January 2025 GMT
প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর সুযোগ্য পুত্র প্রিয়ম কাঁচপুরীর ৩৩ তম জন্মদিনে উপলক্ষ্যে ও তাঁর সুস্বাস্থ্য কামানায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসার অসহায় এতিম শিশুদের নিয়ে দোয়া কোরআন খানি ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।
সোমবার (১৩ ই জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবনে প্রিয়ম টাওয়ারে আয়োজন করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের আয়োজন চলবে বলে জানান হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচপুরী।
হাবিব উল্লাহ কাঁচপুরী বলেন, আমার একমাত্র সন্তান প্রিয়ম কাঁচপুরী আমাদের ঘর আলোকিত করে এ দিনে আমাদের মাঝে এসেছেন। আমার ছেলের আজ ৩৩ তম জন্মদিন।
ছেলের সুস্বাস্থ্য কামনায় আজ সোমবার বিভিন্ন মাদ্রাসার এতিম অসহায় শিশুদের নিয়ে দোয়া, কোরআনা খতম ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। আমার প্রানপ্রিয় সন্তান আলহাজ্ব প্রিয়ম কাচপুরীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন হাবিব উল্লাহ কাচপুরী।
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও তাঁর স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যে ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত ও ক্রেডিট কার্ড।
আরিফ খান জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাঁর স্ত্রী সোনিয়া আরিফ, ছেলে খান জিনদিন ইয়াজিদ ও মেয়ে উম্মে সাওদা খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, আরিফ খান জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
মোনেমের এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
বেসরকারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈন উদ্দিন মোনেম ও পদ্মা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাব্বির মোহাম্মদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হুজ্জত উল্লাহর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।