মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকার আলু ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় গৃহবধূ হালিমা বেগমের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম।  

মারা যাওয়া হালিমা বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণ কান্দি এলাকার হাবিবুর রহমানের মেয়ে। তিনি গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

আরো পড়ুন:

ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

এলাকাবাসী জানান, ফুলতলা এলাকার একটি আলু ক্ষেত থেকে আজ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ক্ষেতের মাঠি খুঁড়ে ওই নারীর মরদেহ দেখতে পান। বিষয়টি জানতে পেরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বর মাসের ৭ তারিখ থেকে নিখোঁজ ছিলেন হালিমা বেগম। শহরের একটি হাসপাতালে আত্মীয়কে দেখতে গিয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করে পরিবার। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/রতন/মাসুদ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের বলীখেলায় অভিনেতা মোশাররফ করিম

চট্টগ্রামের আবদুল জব্বারের বলীখেলা এই অঞ্চলের প্রাণস্পন্দন। এই বলীখেলা ও মেলাকে ঘিরে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। দেশি-বিদেশি অনেক পর্যটক কিংবা শৌখিন চিত্রগ্রাহকও ছুটে আসেন লালদীঘির মাঠে। আজ শুক্রবার জব্বারের বলীখেলায় প্রথমবারের মতো এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আজ বেলা আড়াইটার দিকে বলীখেলার রিংয়ের আশপাশে মোশাররফ করিমকে দেখে সাধারণ মানুষজন উৎসুক হয়ে ওঠেন। তিনি একটি বিজ্ঞাপনের কাজে এসেছেন বলে মেলা কমিটি সূত্রে জানা গেছে। মোশাররফ করিমের গলায় ঝুলছিল গ্রামীণফোনের একটি পরিচয়পত্র।

একপর্যায়ে বলীখেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মী এবং মেলার স্বেচ্ছাসেবকদের কেউ কেউ মোশাররফ করিমের সঙ্গে ছবি তোলার আবদার করেন, তুলেছেনও। কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। মোশাররফ করিম বলেন, ‘বলীখেলা বা কুস্তি খেলা আমাদের ঐতিহ্যগত একটা খেলা। চট্টগ্রামে ১১৬ বছর ধরে এটা হচ্ছে, সত্যি বিস্ময়কর। আগে কুস্তি খেলা সব জায়গায় হতো। পুরান ঢাকায়ও হতো। কিন্তু এখন হয় না। চট্টগ্রাম এটা ধরে রেখেছে।’

বলীখেলায় মোশাররফ করিম

সম্পর্কিত নিবন্ধ