নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) নগরীর খানপুরে বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। 

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পেশাদার চালকদের আধুনিক ড্রাইভিং কৌশল, সড়ক নিরাপত্তা আইন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতন করে তোলা। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো.

মাহবুবুর রহমান।

তিনি বলেন, “গাড়ি চালকদের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি তাদের সড়ক নিরাপত্তা আইন, যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও থাকতে হবে।

একজন দক্ষ চালক কেবল নিজের নিরাপত্তাই নিশ্চিত করেন না; তিনি সড়কে চলাচলকারী সকলের নিরাপত্তায় ভূমিকা রাখেন। এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি সড়ক ব্যবস্থাকে আরও নিরাপদ এবং সুশৃঙ্খল করবে।” 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল করিম শেখ, ড্রাইভিং ইন্সট্রাক্টর মো. জাহিদুল ইসলাম, বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হেমায়েত হোসেন।

প্রশিক্ষণে তিন শ্রেণির লাইসেন্সধারী মোট ২০০ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন। এতে তাদের আধুনিক ড্রাইভিং কৌশল, ট্রাফিক নিয়ম-কানুন এবং যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার