চাঁদপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, আটক ১
Published: 13th, January 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাকি বেগম (২৫) নামের এক নারী খুন হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে ওই নারীর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই নারীর প্রাক্তন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাক্তন স্বামীর সঙ্গে নানা বিষয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
খুন হওয়া লাকি বেগমের প্রাক্তন স্বামী মো.
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার অটোরিকশাচালক মো. মোস্তফার সঙ্গে পারিবারিকভাবে লাকি বেগমের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে লাকির সঙ্গে তাঁর স্বামীর নানা বিষয়ে ঝগড়া লেগে থাকত। দ্বন্দ্বের জেরে ৬ বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর লাকি বেগম একমাত্র ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে চলে আসেন। থাকতেন সেখানেই। কিছুদিন আগে এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। এতে লাকি বেগমের প্রতি ক্ষুব্ধ হন তাঁর ওই প্রাক্তন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়।
সূত্রটি আরও জানায়, আজ সোমবার সকাল ৯টায় প্রাক্তন স্বামী মো. মোস্তফা ছুরি নিয়ে লাকির বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরে লাকির ৫ বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। লাকির মা মারা গেছেন কয়েক বছর আগে। একমাত্র সৎভাই বিদেশে থাকেন। পৈতৃক ঘরে লাকি ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গলা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন তাঁর প্রাক্তন স্বামী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছুরিকাঘাতের সময় লাকির চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন। এ সময় তাঁর প্রাক্তন স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। নিহত লাকির লাশও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ওই নারী ও তাঁর প্রাক্তন স্বামী—দুজনেরই একাধিক বিয়ে হয়েছে। এসব ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত নারীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’